IQNA

ভিডিও | দক্ষিণ আফ্রিকার ইরানের প্রসিদ্ধ ক্বারির মনোমুগ্ধকর তিলাওয়াত

5:02 - May 10, 2021
সংবাদ: 2612757
তেহরান (ইকনা): ইরানের প্রসিদ্ধ ক্বারি “জাওয়াদ পানাহী” কয়েক বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় এক কুরআন মাহফিলে মনোমুগ্ধকর তিলাওয়াত করে উপস্থিত সকলের হৃদয় জয় করেছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি জাওয়াদ পানাহী ১৩৪৪ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যান। সাত বছর বয়সে তার পিতা-মাতা, বিশেষত তার পিতা হুজ্জাতুল ইসলাম নসরুল্লাহ পানাহী আত-তুসি-এর অনুপ্রেরণায় মিশরীয় ক্বারিদের টেপ রেকর্ডার শুনে তাদের অনুকরণ করে কুরআন তিলাওয়াত শুরু করেন। এভাবে কুরআন তিলাওয়াত শুনে তিনি বিভিন্ন মাহফিলে কুরআন তিলাওয়াত করেন।

ইরানের এই প্রসিদ্ধ ক্বারি কয়েক বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত মনোরম ও প্রশংসনীয় তিলাওয়াত করেছেন। তার এই শ্রুতিমধুর তিলাওয়াতটি বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:

iqna

captcha