IQNA

গাজা থেকে ইসরাইলে ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

0:05 - May 11, 2021
সংবাদ: 2612765
তেহরান (ইকনা): জেরুজালেমে জায়নবাদীদের নৃশংস হামলার প্রতিবাদে আজ কুদস ব্যাটানিয়ন ইহুদিবাদী ইসরাইলের শেডারট শহরে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলে রকেট ছুড়েছে হামাস। সে সময় জেরুজালেমে এবং গাজা সীমান্তের কাছে সতর্কীকরণ সাইরেন বেজে উঠেছিল। সোমবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আল-আকসা প্রাঙ্গণে ৩০০ ফিলিস্তিনি আহত হওয়ার প্রতিক্রিয়াস্বরূপ হামাস এ হামলা চালায়। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরাইলকে আল আকসায় ও জেরুজালেমের অন্য একটি পয়েন্টে ইসরায়েলের সৈন্যদের সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছিল।

আল-আকসা মসজিদ থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনা প্রত্যাহার করার সময়সীমার পরে গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলি গতকাল অধিকৃত অঞ্চলগুলোয় এসকল রকেট নিক্ষেপ করে।

হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ইসরায়েলের অন্যায় ও উগ্রতার বিরুদ্ধে এই রকেট হামলা চালানো হয়েছে। এটি শত্রুপক্ষের জন্য হুঁশিয়ারি বার্তা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইসরাইলি বাহিনী আল আকসা প্রাঙ্গণে ও ফিলিস্তিনি পরিবারের প্রতি অত্যাচার চালায় তাহলে আবারও হামলা চালানো হবে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের মতে, সাম্প্রতিক সংঘর্ষের ফলে প্রায় ৩০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং আহতদের মধ্যে ২২০ জনের অধিক হাসপাতালে ভর্তি আছেন।

জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির বিপদ সম্পর্কে সোমবার প্যারিস সতর্ক করেছিল এবং পরিস্থিতি শান্ত করার জন্য উভয়পক্ষকে সংঘাত অবসানের আহ্বান জানিয়েছিল।

ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জেরুজালেমে অব্যাহত সহিংসতার ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।  iqna

captcha