IQNA

অধিকৃত অঞ্চলগুলোয় আতঙ্ক ও আগুন (ছবি+ভিডিও)

17:31 - May 12, 2021
সংবাদ: 2612775
তেহরান (ইকনা): ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার থেকে ফিলিস্তিনি সংগঠনগুলো বেশ কয়েক বার দখলদার ইসরাইলের বিভিন্ন অঞ্চলে রকেট নিক্ষেপ করেছে। এরফলে ইসরাইলের অভ্যন্তরে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে আগুন পরিলক্ষিত হয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলি সোমবার সন্ধ্যার মধ্যে জেরুজালেমের আল-আকসা মসজিদ খালি করতে এবং ফিলিস্তিনিদের উপর আক্রমণ বন্ধ করতে জন্য ইহুদিবাদী ইসরাইলি সরকারকে সময়সীমা বেঁধে দেয়। জায়নবাদী সেনারা তাদের নৃশংস হামলা অব্যাহত রাখলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলি সোমবার সন্ধ্যা থেকে অধিকৃত অঞ্চলগুলির বিভিন্ন অংশে ভারী রকেট হামলা শুরু করে।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এই হামলার পূর্ণরূপ ধারণ করে। ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলি জায়নিবাদী শাসনের রাজধানী তেল আভিবের কেন্দ্রস্থলে ১৩০টি রকেট নিক্ষেপ করে। এছাড়াও ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন স্থানে আরও শতাধিক রকেট নিক্ষেপ করা হয়।

এই হামলার কিছু দৃশ্য এখানে তুলে ধরা হল:

iqna

 

 
 
ইহুদিদের আতঙ্ক
 
ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর
 
তেল আবিবে প্রতিরোধ দলগুলির রকেট নিক্ষেপ
 
তেল আবিবের রাস্তায় আতঙ্ক
captcha