IQNA

ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার

19:39 - May 15, 2021
সংবাদ: 2612792
তেহরান (ইকনা): ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

এক টেলিফোন সংলাপে এ বিষয়ে একমত হন তারা। একই সঙ্গে এ পরিস্থিতিতে হস্তক্ষেপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন উভয় নেতা।

টেলিভিশনে প্রচারিত ভাষণে মুহিউদ্দিন বলেছেন, আমরা একমত হয়েছি যে, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্রুততার সঙ্গে ইসরায়েলের যেকোনো রকম সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে হবে। রক্ষা করতে হবে ফিলিস্তিনিদের জীবন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে আজ পর্যন্ত ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে একটি বিবৃতিও দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ডেইলি বাংলাদেশ

captcha