IQNA

সুইডেনে জান্নাতুল বাকী ধ্বংস বার্ষিকী পালিত

17:20 - May 20, 2021
সংবাদ: 2612821
তেহরান (ইকনা): ৮ই শাওয়াল ইসলামের ইতিহাসের এক শোকাবহ দিন। আজকের এদিনে প্রায় ৯১ বছর আগে ওয়াহাবি ধর্মদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনায় ক্ষমার অযোগ্য কিছু পাপাচার ও বর্বরতায় লিপ্ত হয়েছিল।

ধর্মপ্রাণ মুসলমানরা যখন পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মোহাম্মাদের (সা.) দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরির পবিত্র মাজার জিয়ারত করছিলেন তখন ওয়াহাবি দুর্বৃত্তরা সেখানে ভাংচুর ও লুটপাট অভিযান চালায় এবং ওই নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দেয়।

বর্বর ও ধর্মান্ধ ওয়াহাবিরা আরো কয়েকটি পবিত্র মাজারের অবমাননা করে এবং এইসব মাজারের গম্বুজ ও স্থাপনাগুলো ভেঙ্গে-চুরে ইসলাম অবমাননার ন্যক্কারজনক তাণ্ডব চালায়। এইসব মাজার ছিল বিশ্বনবীর (সা.) ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, সাহাবি, স্ত্রী, বংশধর ও খ্যাতনামা আলেমদের।

জান্নাতুল বাকি ধ্বংস বার্ষিকী উপলক্ষে সুইডেনরে রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সুইডেনের ইসলামিক সেন্টার ঘোষণা করেছ: এই অনুষ্ঠানটি আজ (২০শে মে) স্থানীয় সময় ১৯:০০ টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে হওয়ার কারণে এই অনুষ্ঠানে দোয়া কুমাইল পাঠ করা হবে। অনুষ্ঠানটি সুইডেনের ইসলামিক সেন্টার ইউটিউবে সরাসরি সম্প্রচারিত করা হবে।

আগ্রহী ব্যক্তিমণ্ডলী »https://youtu.be/HtZNofLf۶Mc« এই লিঙ্কে প্রবেশ করে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।

আজ ৮ই শাওয়াল ১৩৪৪ সালে সৌদি আরবের ওয়াহাবী সরকার জান্নাতুল বাকি কবরস্থানে হামলা চালায়। যদিও এরপূর্বে এই কবরস্থানের বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে। তবে ৮ই শাওয়াল জান্নাতুল বাকিতে হামলা চালিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। iqna

captcha