IQNA

মিয়ানমারে সহিংসতা : নিহত বেড়ে ৮২৮

19:22 - May 27, 2021
সংবাদ: 2612862
তেহরান (ইকনা): গত ১ ফেব্রুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন জান্তা সরকার। এর পর থেকে মিয়ানমারে প্রায় চার মাস অতিক্রম করতে চলেছে এ সরকার। তবে দেশটিতে এখনো সহিংসতা থামেনি।

দেশটির নিরাপত্তা বাহিনীর অত্যাচারে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮২৮ জনে দাঁড়ালো। আজ বৃহস্পতিবার স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের জন্য সহায়তা সমিতি (এএপিপি) জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ম্যাগওয়ে অঞ্চলের সালিন টাউনশিপের তাও সেন্ট গ্রামে জান্তা সরকারের সৈন্যরা গুলি চালায়। এতে এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, স্থানীয় স্কুলের গেইট ও দেওয়ালে সামরিক শাসনের অধীনে শিক্ষা ব্যবস্থার বিপক্ষে স্লোগান লিখেন বাসিন্দারা। এরপরই প্রায় ৭০ সেনা ও পুলিশ বাহিনী গ্রামটিতে হামলা চালায়। এতে ২৪ বছর বয়সী সাং হ্নিন হমন নামের এক তরুণী নিহত হয়েছেন। তার ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

এএপিপি জানিয়েছে, মিয়ানমারে বর্তমানে সর্বমোট ৪ হাজার ৩৩০ জন নাগরিক জান্তা সরকারের হাতে বন্দি রয়েছেন। এদের মধ্যে ১০২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সূত্র: আনাদেলু এজেন্সি

captcha