IQNA

সৌদি আরবে ১০টি ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ

17:57 - June 14, 2021
সংবাদ: 2612960
তেহরান (ইকনা): সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সেদেশের ৪১৩টি প্রচার ও গাইডেন্স অ্যাসোসিয়েশনের মধ্যে বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করেছে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে মদিনার বাদশাহ ফাহাদ কুরআনিক প্রিন্টিং হাউসের সহযোগিতায় দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় ৪১৩টি প্রচার ও গাইডেন্স অ্যাসোসিয়েশনের মধ্যে বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় অনুদিত বিভিন্ন সাইজের পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করেছে।

সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী এবং কিং ফাহাদ কুরআন প্রিন্টিং হাউজের প্রধান আবদুল লতিফ আলে শাইখ সেদেশের প্রচার ও গাইডেন্স অ্যাসোসিয়েশনের প্রতি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্সের বিশেষ দৃষ্টি স্থাপনের কারণে প্রশংসা করেছেন।

তিনি বলেন: এসকল অ্যাসোসিয়েশনের প্রতি অবিচ্ছিন্ন সমর্থন ফলে তারা পবিত্র কিতাব এবং সুন্নতের উপর ভিত্তি করে সংযম ও সংযোজন প্রচার এবং সম্প্রদায়ের সেবা করার কাজে এই মন্ত্রণালয়ের মিশন এবং সাধারণ লক্ষ্যসমূহ সফল করতে সহায়তা করবে। iqna

captcha