IQNA

নাইজেরিয়ায় রক্তগঙ্গা; নিহত ৬৪ এবং অপর ১২৬ জন আহত

22:10 - November 29, 2014
সংবাদ: 2613080
আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার একটি মসজিদে নামাজিদের মধ্যে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ফলে ৬৪ জন নিহত এবং অপর ১২৬ জন আহত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র ইমানুয়েল উজুকু সংবাদ সংস্থা এএফপিকে বলেন: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানো’র কেন্দ্রীয় মসজিদে ২৮শে নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে ঘটনাস্থল থেকে কয়েক জন নামাজী পালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের কয়েক জন সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে গুলি করে হত্যা করে।
এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে এখনও পর্যন্ত সনাক্ত করা হয়নি। তবে অজ্ঞাত পরিচয়ের ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান: স্থানীয় জনগণ চার সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে এবং এ ঘটনার পরা ভিড় হওয়ার কারণে অন্যরা পালিয়ে গিয়েছে।
জুম্মার নামাজ শুরু হওয়ার পর দুপুর ২টায় এ বিস্ফোরণ ঘটে।
লেবাননের আন-নাহার সংবাদ পত্র জানিয়েছে: ধারণা করা হচ্ছে রক্তক্ষয়ী এ হামলার পিছনে বোকো হারামের হাত রয়েছে। এ দলটি ৫ বছর আগে ইসলামী খিলাফতের পুনরুজ্জীবিত করার স্লোগান এবং ইসলামী শরিয়া মোতাবেক নিজেদের পরিচালনা করার অজুহাতে সন্ত্রাসীমুলক কর্মকাণ্ড শুরু করেছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সবথেকে বড় শহর কানো এবং অধিকাংশ মুসলমান এ শহরে বসবাস করেন।
2612609

captcha