IQNA

জার্মানে এক ফুটবল তারকার ইসলাম গ্রহণ

15:05 - January 27, 2015
সংবাদ: 2770234
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের ফুটবল প্লেয়ার ড্যানি বেলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং এ ধর্ম সম্পর্কে বলেছেন: “ইসলাম ধর্ম আশা এবং শান্তির ধর্ম”।

বার্তা সংস্থা ইকনা: বেলাম বলেছেন: “ইসলাম আমাকে আশা এবং শক্তি দেয় এবং নামাজ আমার রুহকে শান্ত করে”। তিনি আরও বলেন: ‘আমি অনেক রাগী ও খেয়ালী ছিলাম এবং আমার এটা জানা ছিলো না যে আমি কিসের অন্তর্গত’।
বেলাম গত গ্রীষ্মে জার্মানের নুরেমবার্গ ফুটবল ক্লাবে যোগ দিয়েছে। এ টিমে যোগদানের কিছু দিন পর সে হাঁটু আঘাত পায় এবং টানা ছয় মাস বিশ্রাম করেন।
তিনি বলেন: বিশ্রাম কালে আমি যখন ঘরে ছিলাম তখন আমি চিন্তা করতাম প্রতি সপ্তাহের শেষ ছুটি ফলে আমি (ঐ ছুটির দিনে) কোন দায়িত্ব অনুভব করতাম না। তাহলে আমি অবসর গ্রহণের পর কি করব?
বেলাম অনেক অনুসন্ধান করে ইসলাম ধর্মে এসে পৌঁছেছে এবং মুসলমান হয়েছে।
তিনি বলেন: “আমি একটি মসজিদে গিয়েছিলাম এবং অবিলম্বে এক বিশেষ অনুভূতি অনুভব করেছি। ঐ অনুভূতিটা হচ্ছে যে, এ ধর্ম আমার জন্য এবং এ ধর্ম সম্পর্কে অধিক জানার চেষ্টা করলাম।
এরপর থেকে ২৪ বছরের ড্যানি বেলাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং হারাম খাদ্য বর্জন করে হালাল খাবার খাই।
বেলামের পরিবার খ্রিস্টান এবং তার এ সিদ্ধান্তের জন্য সকলেই চিন্তিত ছিল। তবে খুব শীঘ্রই বেলামের মুসলমান হাওয়াটা স্বাভাবিক ভাবে মেনে নিয়েছে এবং তাকে বললো: তুমি যদি চিন্তা কর যে সঠিক পথে আছো তাহলে তোমার পথকে ধরে রাখ।
বেলাল বলেন: “ইসলাম ধর্ম, শান্তির ধর্ম।  আমার ধর্ম বলে, কাউকে কোন কাজ করার জন্য আগ্রহী করনা এবং বাধ্য করনা।
2768963

captcha