IQNA

হজ ব্যবস্থাপনায় অবশ্যই পরিবর্তন আনতে হবে: আয়াতুল্লাহ কেরমানি

17:03 - October 02, 2015
সংবাদ: 3377398
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার দাবি জানিয়েছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি। তিনি আজ (শুক্রবার) রাজধানী তেহরানে জুমার নামাজের খোতবায় এ দাবি জানান।

আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ কেরমানি আরও বলেছেন- মিনার ঘটনার মতো বড় বিপর্যয়গুলো মোকাবিলার জন্য অবশ্যই হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। তিনি বলেন- সৌদি আরবের অযোগ্যতা ও অদক্ষতার কারণেই মিনায় এত বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি আরও বলেছেন-সৌদি শাসকরা যদি সঠিকভাবে হজের ব্যবস্থাপনা করতে না পারে তাহলে তাদেরকে অবশ্যই অন্য মুসলিম দেশগুলোর পরামর্শ নিতে হবে।
তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন- মিনায় বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে সত্য অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। সেদিন কেন মিনায় হাজিদের আসা-যাওয়ার পথ বন্ধ করা হয়েছিল, তা স্পষ্ট করতে হবে। গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় ভিড়ের চাপে ৪৬৪ জন ইরানি হাজি নিহত হয়েছেন।
3377354
 

captcha