IQNA

বসনিয়ার সর্বকনিষ্ঠ কুরআন হাফেজ ‘আবদুর রহমান’

10:55 - October 10, 2015
সংবাদ: 3383563
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ার ১০ বছরের আবদুর রহমান সেদেশের সর্বকনিষ্ঠ কুরআন হাফেজ হিসেবে নির্বাচিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: বসনিয়ার রাজধানী সারায়েভো’র নিকটবর্তী অঞ্চলে ‘আবদুর রহমান তাবাকুয়িচ’ জীবন যাপন করেন। ইসলামী কমিশনে সরকারী পরীক্ষা দেওয়ার পর তাকে বসনিয়ার সর্বকনিষ্ঠ কুরআন হাফেজ হিসেবে অভিহিত করা হয়েছে।
আবদুর রহমানের পিতা হামযালী তাবাকুয়িচ এ ব্যাপারে বলেন: আবদুর রহমান তিন বছর পূর্বে কুরআন পড়া শিখেছেন এবং যখন দেখলাম তার হেফজ (মুখস্থ) করার ক্ষমতা অনেক বেশী তখন তাকে কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছি।
তিনি বলেন: আমার ছেলে তিন দিনের মধ্যে পবিত্র কুরআনের প্রথম পাতা মুখস্থ করেছে।
আবদুর রহমান বলেন: পবিত্র কুরআন হেফজ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমার জন্য পবিত্র কুরআনের কিছু কিছু আয়ত মুখস্থ করা অনেক কঠিন ছিল। পবিত্র কুরআন সফল ভাবে মুখস্থ করার জন্য আমি আমার বন্ধুদের সাথে কম সময় থেকেছি।
পঞ্চম ক্লাসের ছাত্র আবদুর রহমান আরও বলেন: ভবিষ্যতে ইসলামিক স্টাডিজে অধ্যয়ন করার ইচ্ছা আছে আমার।
3382610

captcha