IQNA

ভিডিও | মাহমুদ শাহাতের তিলাওয়াত শুনে আবেগপ্লুত যুবক

তেহরান (ইকনা): সম্প্রতি এক কুরআন মাহফিলে বিশ্বখ্যাত ক্বারি মাহমুদ শাহাত আনোয়ারের কুরআন তিলাওয়াত শুনে মিশরের এক যুবকের আবেগাপ্লুত হওয়ার একটি ভিডিও সামাজিক মিডিয়া প্রকাশিত হয়েছে।

মিশরের এই যুবক ক্বারি এই মাহফিলে সূরা ইউসুফের ৬৫ ও ৬৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

وَلَمَّا فَتَحُوا مَتَاعَهُمْ وَجَدُوا بِضَاعَتَهُمْ رُدَّتْ إِلَیْهِمْ قَالُوا یَا أَبَانَا مَا نَبْغِی هَذِهِ بِضَاعَتُنَا رُدَّتْ إِلَیْنَا وَنَمِیرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ کَیْلَ بَعِیرٍ ذَلِکَ کَیْلٌ یَسِیرٌ ﴿٦٥﴾

এবং যখন তারা তাদের মালপত্র খুলল তখন তারা লক্ষ্য করল যে, তাদের পণ্যমূল্য ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা বলল, ‘হে আমাদের পিতা! আমরা আর কী প্রত্যাশা করতে পারি? এটা আমাদের পণ্যমূল্য যা আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। অতএব, (যদি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ কর তবে) আমরা অবশ্যই আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য-সামগ্রী নিয়ে আসব এবং আমাদের ভাইয়ের রক্ষণাবেক্ষণও করব; এবং আমরা অতিরিক্ত আর এক উট বোঝাই মাপও বর্ধিত করে নেব; এ মাপটি (পাওয়া তার বর্তমানে) খুবই সহজ।’

قَالَ لَنْ أُرْسِلَهُ مَعَکُمْ حَتَّى تُؤْتُونِ مَوْثِقًا مِنَ اللَّهِ لَتَأْتُنَّنِی بِهِ إِلا أَنْ یُحَاطَ بِکُمْ فَلَمَّا آتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللَّهُ عَلَى مَا نَقُولُ وَکِیلٌ ﴿٦٦﴾

সে (পিতা) বলল, ‘যতক্ষণ না তোমরা আমার সম্মুখে আল্লাহর কাছে অঙ্গীকার করবে যে, তোমরা তাকে আমার নিকট অবশ্যই ফিরিয়ে আনবে, আমি তাকে কখনই তোমাদের সাথে প্রেরণ করব না। কিন্তু যদি (কোন বিপদ) তোমাদেরকেই পরিবেষ্টিত করে তবে তা স্বতন্ত্র কথা।’ সুতরাং তারা যখন তাকে দৃঢ় প্রতিশ্রুতি দিল তখন সে (পিতা) বলল, ‘আমরা যা বলছি আল্লাহ তার (পরিদর্শক ও) কর্ম বিধায়ক।’

মাহমুদ শাহাত আনোয়ারের মনোমুগ্ধকর তিলাওয়াত চলাকালীন সময় মিশরের এক যুবক তার কাছে গিয়ে তার প্রতি নিজের নিষ্ঠা ও ভালোবাসা প্রকাশ করেছেন।  iqna

 

 

captcha