IQNA

পাকিস্তানে ফের চীনা নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা

20:53 - July 28, 2021
সংবাদ: 3470400
তেহরান (ইকনা): পাকিস্তানে এবার প্রাণঘাতী বন্দুক হামলায় গুরত্বর আহত হয়েছেন এক চীনা নাগরিক। দেশটির বন্দর নগরী করাচিতে বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মুখোশ পরা দুই অস্ত্রধারী ব্যক্তি মোটরসাইকেলে চড়ে এসে দুই চীনা নাগরিককে বহনকারী একটি গাড়িতে গুলিবর্ষণ করে।

পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনওয়া প্রদেশে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে চীনের ৯ প্রকৌশলী নিহতের কয়েকদিন পরই ফের দেশটিতে চীনা নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ জানায়, মুখোশ পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে এসে দুই চীনা নাগরিককে বহনকারী একটি গাড়িতে গুলিবর্ষণ করে। ওই চীনা নাগরিকরা নিকটস্থ একটি কারখানায় কাজ করেন।

ওই চীনা নাগরিকের বাহুতে গুলি লাগে জানিয়ে করাচির পুলিশ প্রধান জাভেদ আকবর রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে জানান, সৌভাগ্যবশত গুলির আঘাত প্রাণঘাতী ছিল না। ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, চীন এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ ধরনের ঘটনার ইতিমধ্যেই তদন্ত চলছে।

কয়েকদিন আগেই পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনওয়া প্রদেশে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে চীনের ৯ প্রকৌশলী নিহতের জেরে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে দাসু নদীর উপর বাঁধ নির্মাণের কাজ বন্ধ করেছিল চীন। চীনের সিজিজিসি নামে এক প্রতিষ্ঠান ওই বাঁধ নির্মাণের দায়িত্বে ছিল। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে পাকিস্তানের বাঁধের কাজ অসমাপ্ত রেখে পাকিস্তান ত্যাগ করেছিল প্রতিষ্ঠানটির সব কর্মী। এমটি নিউজ

captcha