IQNA

আয়াতুল্লাহ ঈসা কাসিম: 

ইহুদিবাদীদের সাথে সমঝোতার বিষয়ে আলে খলিফার গণভোটের আয়োজন করা উচিত

20:43 - September 22, 2021
সংবাদ: 3470711
তেহরান (ইকনা): বাহরাইন ইসলামিক মুভমেন্টের নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম বলেছেন: "ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য জনগণ কতটা বিরোধিতা করে তা জানার জন্য আল-খলিফা সরকারের গণভোটের আয়োজন করা উচিত।"
বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম, সেদেশের পার্লামেন্টের সদস্য জামাল ফখরোর সরকারের 
 
সম্প্রতি বাহরাইনের পার্লামেন্টের সদস্য জামাল ফখরো এক মন্তব্যে সরকারের সঙ্গে আলোচনার শর্ত হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিরোধীদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। তার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সেদেশেরে ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম।
 
 আয়াতুল্লাহ কাসিম এক টুইটার বার্তায় লিখেছেনে: একজন সরকারি কর্মকর্তা বলেছে, পার্লামেন্টে (বিরোধী দলের) অংশগ্রহণ ছাড়া কোন আলোচনা নেই।
 
তিনি বলেনে: যদি এর অর্থ এই বিদ্যমান পার্লামেন্ট হয়, তাহলে এটা নিন্দনীয় ও এটি সরকারি কাউন্সিলের সংসদের মতামত এবং মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ। আর এটা স্পষ্ট স্বৈরাচারী। 
 
বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা বলেছেন: জনগণের স্বাধীনতার মাধ্যমে সংসদ নির্বাচন হতে হবে। এই (অপশনের) ক্ষেত্রে জনগণের সাথে থাকুন। 
 
আয়াতুল্লাহ ঈসা কাসিম বলেন: বিরোধী দল অথবা প্রতিপক্ষ বুঝতে হলে - এমনকি জাতি এবং সরকারের মধ্যে একটি বিতর্কিত ইস্যুতেও- গণভোট যথেষ্ট। আর এর মাধ্যমে স্পষ্ট হবে যে, সরকার এক উপত্যকায় এবং জনগণ অন্য উপত্যকায়। 
 
উদাহরণস্বরূপ, গণভোটের জন্য (জায়নবাদী শাসনের সাথে) সম্পর্ক স্বাভাবিকীকরণ ইস্যুতে অথবা অন্য কোন সমস্যার ইস্যুতে গণভোটের আয়োজন করা হোক।  iqna
 

 

captcha