IQNA

ইসলামী প্রজাতন্ত্র কখনো অন্যায় ও অবিচার মেনে নেবে না

21:26 - September 26, 2021
সংবাদ: 3470730
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানি জাতির অস্তিত্বের সঙ্গে মুক্তি ও স্বাধীনতার চেতনা মিশে আছে। ইরানিরা যখন মনে করে তাদের ওপর কেউ জোর-জবরদস্তি করছে তখন তারা এ বিষয়ে প্রতিক্রিয়া দেখায়।
তিনি আজ (রোববার) ব্রিটেনের নয়া রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফের পরিচয়পত্র গ্রহণকালে এ কথা বলেন।
 
রায়িসি এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, আপনি ফার্সি ভাষা ভালো বোঝেন, কাজেই আপনি আপনাদের সরকারকে ইরানিদের স্বাধীনতার চেতনা ও এ সংক্রান্ত উপলব্ধি বুঝিয়ে বলুন।   
 
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইসলামী ইরান কখনো অন্যায় ও অবিচার মেনে নেবে না। ইউরোপ তথা পাশ্চাত্যের উচিৎ অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সঙ্গে আচরণ করা।
 
এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, তিনি ২০ বছর পর আবারও ইরান এসেছেন রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে। ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।  iqna
captcha