IQNA

দুবাই প্রদর্শনীতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অনূদিত কোরআন

20:31 - October 10, 2021
সংবাদ: 3470793
তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসনের অনূদিত পবিত্র কোরআনের একটি কপি দুবাই প্রদর্শনীতে দেখা যাবে। 
মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে চলমান বিশ্বের সর্ববৃহৎ প্রদর্শনী ‘দুবাই এক্সপো ২০২০’ এর যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়নে তা রাখা হবে। পবিত্র কোরআনের ঐতিহাসিক ইংরেজি অনুবাদের ভূমিকা লেখেন জর্জ সেল। দুই খণ্ডের পবিত্র কোরআনের অনুবাদটি ১৭৬৪ সালে লন্ডনে প্রথম মুদ্রিত হয়। 
 
লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য মতে, জেফারসন অনূদিত পবিত্র কোরআনের কপি যুক্তরাষ্ট্রের আবিষ্কার, উদ্ভাবন ও সাংস্কৃতিক অর্জনের মধ্যে অন্যতম বলে বিবেচিত। ছয় মাসব্যাপী মেলা আগামী বছরের মার্চ পর্যন্ত চললেও জেফারসনের অনুবাদ শুধু প্রথম তিন মাস প্রদর্শনীতে থাকবে।
 
টমাস জেফারসন ছিলেন রাজনীতিবিদ, কূটনীতিক, আইনজীবী, স্থপতি, সংগীতজ্ঞ, দার্শনিক ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম। যুক্তরাষ্ট্রের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ১৭৯০-১৭৯৩ সালে দায়িত্ব পালন করেন। এরপর ১৮০১ থেকে ১৮০৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
ভূরাজনৈতিক কারণে মুসলিম বিশ্বের প্রতি তীক্ষ বুদ্ধির অধিকারী জেফারসনের আগ্রহ ছিল প্রবল। ১৭৭৭ সালে নানা প্রচেষ্টায় তৎকালীন মরক্কো সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। মুসলিমদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় নানামুখী ভূমিকা রাখায় জেফারসন আমেরিকান মুসলিমদের কাছে স্মরণীয় ব্যক্তিত্ব। 
 
১৮০৫ সালে প্রথম বারবারি যুদ্ধের সময় জেফারসন একজন তিউনিশিয়ান দূতকে রমজান মাসে হোয়াইট হাউসে আপ্যায়ন করেছিলেন। এমনকি জেফারসনের মুসলিম অতিথিদের ধর্মীয় চাহিদা মেটাতে সূর্যাস্তের সময় ডিনার অনুষ্ঠিত হতো। ১৭৩৪ সালে তিনি পবিত্র কোরআনের অনুবাদ করেন। অবশ্য মুসলিম জ্ঞানচর্চায় নিষ্ঠাপূর্ণ ভূমিকা রাখার চেয়ে খ্রিস্টান মিশনারিদের কথা বিবেচনা করে তা লেখা হয়েছে বলে অনেকে মনে করেন। 
 
২০০৬ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের কংগ্রেস থেকে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে কিথ এলিসন নির্বাচিত হন। তখন তিনি জেফারসন অনূদিত পবিত্র কোরআনের কপি ধরে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তী নির্বাচিত মুসলিম প্রতিনিধিরাও একইভাবে জেফারসনের ঐতিহাসিক কোরআনের অনুবাদ কপি ধরে শপথ নেন।     সূত্র : রিলিজিয়ন নিউজ
captcha