IQNA

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র 

20:25 - October 15, 2021
সংবাদ: 3470823
তেহরান (ইকনা): আগামী ৮ নভেম্বর থেকে ৩৩টি দেশের পর্যটক যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে পারবেন। তবে বাংলাদেশের পর্যটকরা আপতত যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে পারবেন না।
শুক্রবার (১৫ অক্টোবর) এক ঘোষণায় হোয়াইট হাউসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনার নেগেটিভ রেজাল্ট থাকবে হবে। কোভিড সনদ থাকাও বাধ্যতামূলক।
 
 
যেসব পর্যটক দুই ডোজ টিকা নিয়েছেন শুধু তারাই আগামী ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশের কোনো পর্যটক দুই ডোজ করোনার টিকা নিলেও আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। সূত্র : রয়টার্স।
 
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া যেকোনো টিকার পূর্ণ ডোজ গ্রহীতারা ভ্রমণের অনুমতি পাবেন। সেক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিরাও প্রবেশের অনুমতি পাবেন। আর এ ধরনের ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
 
যারা ১৪ দিন ব্রিটেন, ইউরোপের একাধিক দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ৮ নভেম্বর থেকে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না।
 
প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
 
captcha