IQNA

কান্দাহারে মসজিদে হামলার দায় স্বীকার করল দায়েশ / জাতিসংঘের নিন্দা 

17:07 - October 16, 2021
সংবাদ: 3470829
তেহরান (ইকনা): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস কান্দাহারের শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে। এই রক্তক্ষয়ী হামলায় কয়েক ডজন মুসল্লি শহীদ ও আহত হয়েছেন।
এদিকে জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র আফগানিস্তানের কান্দাহারে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলাকে অপরাধ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন।
 
গতকাল জুমার নামাজ চলাকালীন সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের ফাতেমিয়া মসজিদে রক্তক্ষয়ী হামলা চালায়। এই হামলার ফলে কয়েক ডজন শিয়া মুসলমান শহীদ হয়েছেন।
 
জঘন্য অপরাধের নিন্দা জানিয়ে স্টেফান দুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন: শুক্রবার জুমার নামাজের সময় কান্দাহারের শিয়া মুসলমানদের সবচেয়ে বড় মসজিদে ভয়াবহ হামলার ফলে কমপক্ষে ৩০ জন মুসল্লি শহীদ হন। 
এছাড়াও এই হামলায় বেশ কয়েক জন আহত হন। এ থেকে বোঝা যায় যে, আফগানিস্তানে এখনও সন্ত্রাসীদের তৎপরতা অব্যাহত রয়েছে। 
 
তিনি আরও বলেন: সম্প্রতি ধর্মীয় কেন্দ্র এবং ইবাদতের স্থানে এই রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়েছ জাতিসংঘ। অবশ্যই অপরাধীদের দ্রুত শাস্তি প্রদান করতে হবে।
 
আফগানিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, গতকাল জুমার নামাজের সময় পরপর তিনটি বিস্ফোরণে ৬২ জন শহীদ এবং ৭০ জন আহত হয়েছেন।
 
সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তালেবান মুখপাত্র এর নিন্দা জানিয়ে বলেন: এই হামলার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আদেশ জারি করা হয়েছে।
 
এর আগে গত শুক্রবারের জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
 
উল্লেখ্য যে, এই হামলার পূর্বে তালেবান ঘোষণা করেছিল যে, তাদের দেশের জন্য দায়েশ তথা আইএস হুমকি নয়। iqna
 
captcha