IQNA

আমেরিকার দাবী;

সিরিয়ায় ড্রোন হামলায় আল-কায়েদর নেতা নিহত

18:32 - October 23, 2021
সংবাদ: 3470861
তেহরান (ইকনা): ইউএস সেন্ট্রাল এশিয়া টেরোরিষ্ট হেডকোয়ার্টার্স (সেন্টকম)-এর কমান্ডার শনিবার ভোরে দাবি করেছেন যে, সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে আমেরিকান ড্রোন হামলায় আল-কায়েদার এক নেতা নিহত হয়েছে।

সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী।  যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে শেষ করে দেওয়াটার ফলে সন্ত্রাসী সংগঠনের চক্রান্ত এবং মার্কিন নাগরিক, আমাদের অংশীদার এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়া বাধাগ্রস্ত হবে।

 

তিনি আরো বলেন, ড্রোন হামলার ফলে কোনো অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সেনাবাহিনী এমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালিয়েছে।

 

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন একটি ফাঁড়িতে হামলার দুই দিন পর ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র। রিজবি বলেছেন, আল-কায়েদা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য বরাবরই হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সিরিয়ায় আল-কায়েদা নিজেদের পুনর্গঠন, বহিরাগত সহযোগীদের সাথে সমন্বয় এবং বাইরে হামলা চালানোর পরিকল্পনা করার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে।

 

এর আগে সেপ্টেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হয়।  iqna

captcha