IQNA

ভিডিও | মুসলমানদের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণের আলোকে পাকিস্তানি ক্বারি মনোমুগ্ধকর তিলাওয়াত

21:14 - November 01, 2021
সংবাদ: 3470906
তেহরান (ইকনা): ঐক্য সপ্তাহ উপলক্ষে কুরআন বিষয়ক আন্তর্জাতিক বার্তা সংস্থা “ইকনা”র উদ্যোগে “বাদর আদ-দুজা” শিরোনামে কুরআন তিলাওয়াতের আলোকে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। 

এই ভিডিওতে পাকিস্তানের প্রসিদ্ধ ক্বারি ও হাফেজ “আব্দুল্লাহ খালিদ” সূরা আলে ইমরানের ১১০ ও ১১১ তিলাওয়াত করেছন। 
 
পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের এই আয়াতে নবী করিম (সা.)এর অন্য উম্মতের মধ্যে মুসলমানদের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করা হয়েছে। 
আয়াত ও অনুবাদ:
 
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ ﴿۱۱۰﴾
 
তোমরা সর্বোত্তম দল, যাকে মানবজাতির (পথ প্রদর্শনের) জন্য উদ্ভূত করা হয়েছে, তোমরা ন্যায়কর্মের আদেশ দাও এবং অসঙ্গত (ও অপছন্দনীয়) কর্মে বাধা প্রদান কর, আর আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ কর। এবং যদি গ্রন্থধারীরা (ও তোমাদের ন্যায়) বিশ্বাস আনত তবে তা তাদের জন্য উত্তম (কল্যাণকর) হত; তাদের মধ্যে কিছু সংখ্যক বিশ্বাসী এবং অধিকাংশ অবাধ্য (দুষ্কর্মকারী)। 
 
لَنْ يَضُرُّوكُمْ إِلَّا أَذًى وَإِنْ يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُونَ ﴿۱۱۱﴾
 
তারা (ইহুদীরা) সামান্য যাতনা দেওয়া ছাড়া তোমাদের কখনই কোন ক্ষতি করতে পারবে না; এবং যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমাদের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করবে, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না।
captcha