IQNA

হিজাব পরার অধিকার চাইছে নাইজেরিয়ার শিক্ষার্থীরা

14:09 - November 23, 2021
সংবাদ: 3471024
তেহরান (ইকনা): নাইজেরিয়ার ওয়ো রাজ্যের মুসলমানেরা উক্ত রাজ্যের স্কুল সমূহের ছাত্রীদের জন্য ইসলামিক হিজাবের অনুমতি প্রদানের দাবি জানিয়েছে।
এছাড়াও ওয়ো প্রদেশের মুসলমানেরা সতর্ক করেছে যে, পাবলিক স্কুলের ছাত্রীদের হিজাব ব্যবহারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ওয়ো রাজ্যের মুসলিম নেতা আলহাজি সানি, মুসলিম ঐক্যের বিষয়ে ওয়ো মুসলিম সম্প্রদায়ের একটি সভায় ভাষণ দেওয়ার সময় হিজাব নিষেধাজ্ঞা জারিকে বয়কট করেছিল।
 
আল-হাজি সানি প্রাথমিক, মাধ্যমিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে পর্দানশীল মুসলিম মেয়ে ও নারীদের হয়রানির ঘটনা উল্লেখ করে বলেন, খ্রিস্টান স্কুলের অজুহাতে মুসলিম শিক্ষার্থীদের পাবলিক স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করার ধারণাটি আর সহ্য করা যায় না। আর এ কারণেই সমাজ পরিস্থিতি অনুসরণ করার জন্য আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
তিনি বলেন: নাইজেরিয়ার সংবিধানের 32:2 অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মুসলমানের কেবল ধর্মীয় স্বাধীনতাই নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। হিজাবের ব্যবহার ইসলামের একটি বহিঃপ্রকাশ, আমরা ওয়ো রাজ্যের সকল নারীর জন্য হিজাব চাই।
 
বৈঠকে ওয়ো রাজ্যের বিভিন্ন অংশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যারা মুসলিম ঐক্যের বিষয়ে কথা বলেছেন।
 
উল্লেখ্য যে, ওয়ো রাজ্য দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় অবস্থিত। iqna
 

 

captcha