IQNA

পশ্চিম তীর ও দখলকৃত জেরুজালেম থেকে ১১ ফিলিস্তিনি গ্রেপ্তার

14:35 - November 23, 2021
সংবাদ: 3471025
তেহরান (ইকনা): ইহুদিবাদী জঙ্গিরা গতকাল সকালে (২২শে নভেম্বর, সোমবার) পশ্চিম তীরের বিভিন্ন অংশে হামলা চালিয়ে ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে৷

ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, ইহুদিবাদী জঙ্গিরা সোমবার পশ্চিম তীরের তুলকার্ম প্রদেশের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি যুবককে তাদের বাড়িঘর থেকে আটক করেছে, সেইসাথে প্রদেশের নূর শামস ক্যাম্প থেকে আরও একজন ফিলিস্তিনি যুবককে আটক করেছে।
 
ইহুদিবাদী ইসরাইলি সেনারা বালাদা, সিডন এবং ওয়াকফিন শহরেও অভিযান চালিয়ে তিনজন ফিলিস্তিনি তরুণকে তাদের বাড়ি তল্লাশির পর আটক করেছে।
 
ইসরাইলি বাহিনী তুবার দক্ষিণে ওয়াদি আল-ফারায় এলাকার একটি ক্যাম্পে হামলা চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে। নাবলুস শহর থেকে আরেক ফিলিস্তিনি যুবককে ইহুদিবাদীরা গ্রেপ্তার করেছে।
 
এদিকে, ইহুদিবাদী দখলদাররা জেরুজালেম শহরে একই পরিবারের তিন তরুণ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। 
 
 
তুলকার্ম গেট বন্ধ করার হুমকি দিল ইসরাইল
 
ফিলিস্তিনি বার্তা সংস্থা মা’য়া-এর উদ্ধৃতি দিয়ে ইসরাইলি দখলদারিত্ব সম্পর্কে আরেকটি খবরে বলা হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী তুলকার্ম প্রদেশের “আল-জাওইয়াহ” গেট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছ। তুলকার্মের কৃষকরা তাদের কৃষিক্ষেতে পৌঁছানোর জন্য এই গেট ব্যবহার করেন। 
 
এ বিষয়ে ইসরাইলি প্রসিকিউটর ঘোষণা দিয়েছে, ইসরাইলি সরকার এই গেট খোলার প্রক্রিয়া পরিবর্তন করতে চায়। যাতে করে সর্বদা এই গেট খোলার পরিবর্তে বছরে মাত্র কয়েক সপ্তাহ খোলা থাকবে। iqna
 

 

captcha