IQNA

ব্রাজিলে শিয়া মসজিদে হামলা

20:54 - November 28, 2021
সংবাদ: 3471050
তেহরান (ইকনা): ব্রাজিলের পন্টাগ্রোসের ইমাম আলী মসজিদে চরমপন্থিরা হামলা চালিয়ে পবিত্র কুরআনের অবমাননা করেছে এবং মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্ত করেছে। 
শনিবার মসজিদের ব্যবস্থাপনা তাদের ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি অফিসিয়াল বিবৃতিতে ঘোষণা করেছে: মুসলিম ভাই ও বোনদের অত্যন্ত দুঃখের সাথে জানায় যে, ইসলাম বিদ্বেষীরা শুক্রবার ভোররাতে আমাদের প্রিয় মসজিদে হামলা চালিয়েছে। 
 
এই বিবৃতিতে আরও বলা হয়েছে: এই জঘন্য অপরাধ শুধু ইসলামের বিরুদ্ধেই করা হয়নি, বরং অন্য সব ধর্মকেও টার্গেট করা হয়েছে; কেননা এই আগ্রাসনের মাধ্যমে ইসলাম বিদ্বেষীরা আল্লাহর ঘরের (মসজিদ)  অবমাননা করেছে।
 
ব্রাজিলের arede ওয়েবসাইট জানিয়েছে, দুষ্কৃতীরা মসজিদের পাশের দরজা ভেঙে মসজিদে প্রবেশ করেছে। 
 
মসজিদে প্রবেশ করে তারা পবিত্র কুরআনের একটি পাণ্ডুলিপি পোড়ানোর পাশাপাশি ইসলামী বানী লেখা একটি ঝুলন্ত ফ্রেমে আগুন ধরিয়ে দেয়। 
 
অনুপ্রবেশকারীরা মসজিদের তসবিহ ছিঁড়েছে এবং  মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্ত করেছে। তবে মসজিদ থেকে কিছুই চুরি হয়নি। iqna
 

 

captcha