IQNA

ইসলামভীতি রোধে ব্রিটিশ সরকারের মনোযোগ চায় মুসলিম এমপিরা

0:57 - December 02, 2021
সংবাদ: 3471070
তেহরান (ইকনা):ব্রিটিশ সমাজে ক্রমবর্ধমান ইসলামভীতি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ‘ইসলাম ফোবিয়া’ (ইসলামভীতি)-এর সংজ্ঞা নির্ধারণের দাবি জানিয়েছেন দেশটির কয়েক আইনপ্রণেতা।
তাঁরা বলছেন, ‘এটা নিশ্চিত যে আপনি কোনো কিছুর পরিচয় নির্ধারণ করা ছাড়া তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না।’ ইসলামভীতি সচেতনতা মাস চলাকালে গত ২৪ নভেম্বর লেবার পার্টির সংসদ সদস্য আফজাল খান ‘দ্য হাউস অব কমনস’-এ বিষয়টি উত্থাপন করেন।
 
এ সময় আরো কয়েকজন মুসলিম সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। তাঁরা নিজেদের বিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, সরকার বিষয়টিতে যথাযথ মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে। 
 
ওয়েস্ট মিনিস্টার হলের এক বৈঠকে ব্রেডফোর্ড ওয়েস্ট-এর সংসদ সদস্য নাজ শাহ বলেন, ‘ইসলামভীতি সমাজের আদর্শে পরিণত হচ্ছে এবং তার প্রয়োজনীয় গুরুত্বসহ বিষয়টি বিবেচনা করছে না। আর সরকার মনোযোগ না দেওয়ায় ইসলামভীতি রোধ করা যাচ্ছে না।’
 
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে মুসলিমরাই ঘৃণামূলক অপরাধে বেশি আক্রান্ত হচ্ছে। বুধবারের বিতর্কে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ইসলামভীতির সংজ্ঞা নির্ধারণ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছে। অন্যদিকে সরকার সংজ্ঞানির্ধারণ বিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুসলিম সংসদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সরকারের বিরুদ্ধে ইসলামভীতি রোধ করার ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ করেছে।
 
সূত্র : অ্যাবাউট ইসলাম
captcha