IQNA

ব্রুনাইয়ে মসজিদ জীবাণুমুক্ত করছে সামরিক বাহিনী 

20:36 - January 03, 2022
সংবাদ: 3471229
তেহরান (ইকনা): ব্রুনাইয়ের রয়্যাল আর্মড ফোর্সেস (RBAF) একটি প্রচার কর্মসূচির অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধের জন্য সেদেশের ৬০টি মসজিদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছ।
সেদেশে করোনা ভাইরাসের নতুন তরঙ্গের কারণে বিশেষ অভিযান চালানো হয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী ৬০ টি মসজিদ জীবাণুমুক্ত ও পরিষ্কারের কাজ শুরু করেছে।
 
COVID-19-এর দ্বিতীয় তরঙ্গের আগে, সৈন্যদের এই দলটি ২১টি মসজিদ পূর্বেই জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন করেছে এবং বাকি ৩৯টি মসজিদ শুক্রবার জুমার নামাজের আগে জীবাণুমুক্ত করা হয়েছে।
 
ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত এবং এর রাজধানী শ্রী বেগাওয়ান বন্দর। এ পর্যন্ত দেশটির ১৫ হাজার এরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৯৮ জন এই রোগে মারা গেছে। iqna
 

 

captcha