IQNA

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ জানুয়ারি ২০২২

20:50 - January 04, 2022
সংবাদ: 3471230
তেহরান (ইকনা):  আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়।
এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
 
নেপালে বিদেশি পর্যটক ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন, নজর বাংলাদেশে
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত নেপালের পর্যটননির্ভর অর্থনীতি। দেশটিতে বিদেশি পর্যটক কমার ধারা যেন থামছেই না। করোনাপূর্ব সময়ের তুলনায় ২০২১ সালে নেপালে বিদেশি পর্যটক কমেছে প্রায় ৮৭ শতাংশ। ১৯৭৭ সালের পর দেশটিতে আর কখনোই এত কম সংখ্যক বিদেশি পর্যটক প্রবেশ করেনি। খবর কাঠমান্ডু পোস্টের।
 
নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে, গত বছর দেশটিতে মোট ১ লাখ ৫০ হাজার ৯৬২ জন বিদেশি পর্যটক ঘুরতে গেছেন। ২০১৯ সালে করোনাপূর্ব সময়ে এর সংখ্যা ছিল ১১ লাখ ৯০ হাজারের বেশি। সেই হিসাবে, মহামারির ধাক্কায় নেপালে বিদেশি পর্যটক প্রবেশ কমেছে অন্তত ৮৭ শতাংশ। সবশেষ ১৯৭৭ সালে মাত্র ১ লাখ ২৯ হাজার ৩২৯ জন বিদেশি পর্যটক পেয়েছিল নেপাল।
 
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০ লাখ মানুষের করোনা শনাক্ত
দৈনিক করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করলো যুক্তরাষ্ট্র। সোমবার (৩ জানুয়ারি) দেশটিতে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। বলা হচ্ছে,দেশটিতে এই মুহূর্তে নতুন ধরন ওমিক্রন সুনামি চলছে।
 
জন হপকিন্স ইউনিভার্সিটি একই সময়ে ১ হাজার ৬৮৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। এর আগের দিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনার সংক্রমণ উলম্ব গতিতে বাড়ছে। সামনের সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।
 
বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৩ ট্রিলিয়নের মাইলফলকে অ্যাপল
বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলার বাজারমূল্যের অনন্য মাইলফলক স্পর্শ করলো অ্যাপল। গত সোমবার (৩ ডিসেম্বর) আইফোন নির্মাতার শেয়ারের দর তিন শতাংশ বেড়ে ১৮২ দশমিক ৮৮ ডলারে পৌঁছানোর পরপরই অভূতপূর্ব এই মাইলফলকে পা রাখে তারা। আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান এত বিশাল বাজারমূল্যের মালিক হতে পারেনি।
 
অ্যাপলের সম্পদ কতটা তার কিছুটা ধারণা পাওয়া যাবে এক সহজ হিসাবে। তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর ফলে অ্যাপলের বাজারমূল্য এখন বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের মধ্যে ছয়টির জিডিপির (মোট দেশজ উৎপাদন) চেয়েও বেশি। দেশগুলোর নাম- যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা এবং দক্ষিণ কোরিয়া।
 
২০১৯ অর্থবছরে ট্যাক্স দেননি পাকিস্তানের ২২৩ আইনপ্রণেতা
২০১৯ করবর্ষে ট্যাক্স রিটার্ন জমা দেননি পাকিস্তানের ১৮৮ আইনপ্রণেতা। এছাড়া আরও ৩৫ জন রয়েছেন, যারা দাবি করেছেন, তাদের ট্যাক্স দেওয়ার মতো কোনো আয় নেই। এদের মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নামও রয়েছে। সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর) এর তালিকা প্রকাশ করেছে।
 
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুসারে, দেশটিতে আইনপ্রণেতাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন নাজিব হারুন। ২০১৯ অর্থবছরে তিনি ১ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার ৭৬৮ রুপি আয়কর দিয়েছেন। সেখানে এক হাজার রুপির কম আয়কর দেওয়া আইনপ্রণেতার সংখ্যা ২০ জন। এক হাজার থেকে দুই হাজার রুপির মধ্যে ট্যাক্স দেওয়া আইনপ্রণেতা ৭৬ জন। এদের মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার অন্যতম। এছাড়া, ১০ হাজার রুপির ওপরে ট্যাক্স দিয়েছেন ৪৪ আইনপ্রণেতা।
 
ফের বিধিনিষেধ আরোপ করেছে সৌদি
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধি জারি করেছে সৌদি আরব। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই পবিত্র দুই নগরীতে নামাজ পরতে আসা এবং ওমরাহ্ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। খবর বিবিসির।
 
সব দর্শনার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।
 
২০২১ সালে স্পেন যাওয়ার পথে নিখোঁজ ৪৪০০
২০৫ শিশুসহ চার হাজার চারশ জন শরণার্থী ২০২১ সালে সমুদ্র পথে স্পেন যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন। শরণার্থী নিখোঁজের এই সংখ্যা পূর্বের বছরের তুলনায় দ্বিগুণ এবং এ পর্যন্ত সবচেয়ে বেশি। স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) একটি মনিটরিং গ্রুপ এ তথ্য জানিয়েছে। ২০১৮ সাল থেকে শরণার্থী নিখোঁজের এমন পরিসংখ্যান দিচ্ছে এই মনিটরিং গ্রুপটি। খবর রয়টার্সের।
 
ওয়াকিং বর্ডারস বা ক্যামিনান্দো ফ্রন্টেরাস নামের এই গ্রুপটি ক্রমবর্ধমান বিপজ্জনক রুটে, শরণার্থীদের বহন করা নিম্নমানের নৌকা এবং কিছু জাহাজকে দায়ী করছে। তারাই মূলত ঝুঁকিপূর্ণ পথে শরণার্থীদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, এমন অভিযোগ তাদের।
 
৩ জনের করোনা, পুরো শহরে লকডাউন জারি
এক শহরের তিন জনের করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরেই লকডাউন জারি করেছে চীন। মঙ্গলবার চীনের মধ্যাঞ্চলীয় ইউঝৌ শহরে ১১ লাখের বেশি মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়। উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ার পর মঙ্গলবার কর্তৃপক্ষ শহরজুড়ে লকডাউন জারি করে। খবর এএফপির।
 
করোনাভাইরাসের বিরুদ্ধে জিরো কোভিড নীতি অনুসরণ করছে চীন। এরই মধ্যে সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া প্রথম করোনা শনাক্তের পর থেকেই একের পর এক শহরে লকডাউন জারি রয়েছে।
 
উইঘুরদের প্রদেশে শোরুম চালু, সমালোচিত ইলন মাস্ক
চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে শোরুম চালু করার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচিত হচ্ছেন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। চীনের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ও গণহত্যার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তা সত্ত্বেও সেখানে শোরুম চালু করায় এখন নিজ দেশে সমালোচিত হচ্ছেন ইলন মাস্ক।
 
২০২২ সালকে ঘিরে টেসলা জিনজিয়াং অঞ্চলের উরুমকি শহরে শোরুম চালু করার কথা জানায়। গত ৩১ ডিসেম্বর চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ সালের শেষদিনে আমরা জিনজিয়াংয়ের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করছি। চলুন, ২০২২ সালে আমরা একসঙ্গে আমাদের যাত্রা শুরু করি। শোরুম চালুর উদ্বোধনী অনুষ্ঠানের ছবিও প্রকাশ করা হয় এতে।
 
কলম্বিয়ায় বিদ্রোহীদের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২৩
কলম্বিয়ায় বিদ্রোহীদের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। জানা গেছে, ভেনেজুয়েলার লাগোয়া কলম্বিয়া সীমান্ত অঞ্চলে দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। খবর আল-জাজিরার।
 
সপ্তাহব্যাপী দেশটির আরাউকা অঞ্চলের বিভিন্ন এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্য ও রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়, যারা ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। পাঁচ দশকের দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটিয়েছিল এই শান্তি চুক্তি। ইএলএন হচ্ছে কলম্বিয়ার সবচেয়ে বড় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
 
চীনে নির্মাণস্থলে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি নির্মাণস্থলে ভূমিধসে পাঁচ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত নয়জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন শ্রমিকরা পাহাড়ে কাজ করছিলেন।
 
স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাষ্ট্র পরিচালিত চায়না ডেইলি জানায়,গুইঝো প্রদেশের বিজিতে আনুমানিক ৩০ হাজার বর্গ মিটার মাটি ও পাঁচ হাজার বর্গ মিটার শিলা ধসে পড়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
captcha