IQNA

ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করলেন ওপেকের প্রধান + ছবি

17:38 - January 10, 2022
সংবাদ: 3471263
তেহরান (ইকনা): অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) এর মহাসচিব নাজাফ আশরাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেছেন।
ওপেকের মহাসচিব মোহাম্মদ বারকিন্দো এবং তার সাথে থাকা প্রতিনিধি দল ইরাকের পবিত্র নগরী নাজাফ আশরাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেছেন।
 
এদিকে জাতিসংঘের মহাসচিব বিশ্বের মুসলমানদের হৃদয়ে পবিত্র শহর নাজাফের স্থান ও গুরুত্বের ওপর জোর দেন।
 
ওপেক মহাসচিব বারকিন্দো কয়েক দিনের সফরে ইরাক ভ্রমণ করেছিলেন। এই সফরে তিনি বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও তেল মন্ত্রী সাথে বৈঠক এবং বেশ কয়েকটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং ইমামদের মাজার পরিদর্শন করেছেন।
 
বারকিন্দো নাজাফ গভর্নরেট ভবন পরিদর্শন করেছেন। এসময় তিনি লুই ইলিয়াসার এবং বেশ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তার সাথে দেখা করেন এবং তারপর নাজাফের প্রাচীন অংশ পরিদর্শন করেন।
 
বারকিন্দো ১৮ই জানুয়ারি কারবালায় উপস্থিত হয়ে ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেছেন। ইরাকের তেল মন্ত্রী এক বিবৃতি বারিকন্দোর ইরাক সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
 
মোহাম্মদ বারকিন্দো একজন নাইজেরিয়ান রাজনীতিবিদ। তিনি ২০১৬ সালের ২য় জুন ওপেকের ২৮তম মহাসচিব নির্বাচিত হন। বারকিন্দো নাইজেরিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানির সাবেক প্রধান।  iqna
 
 
 

زیارت رئیس سازمان اوپک از بارگاه مطهر امام علی (ع)

زیارت رئیس سازمان اوپک از بارگاه مطهر امام علی (ع)

زیارت رئیس سازمان اوپک از بارگاه مطهر امام علی (ع)

 

captcha