IQNA

শত্রুরা জাতির ধর্মীয় উদ্দীপনাকে টার্গেট করেছে

20:11 - January 14, 2022
সংবাদ: 3471281
তেহরান (ইকনা): তেহরানের জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন: শত্রুরা একটি জটিল যুদ্ধে তাদের সর্বোচ্চ কৌশল ব্যবহার করে আমাদের জাতির ধর্মীয় উত্সাহ, ধর্মীয় চেতনা এবং ধর্মীয় বিশ্বাসকে লক্ষ্য করেছে। তারা পরিকল্পনার মাধ্যমে নারী-পুরুষের পারিবারিক মূল্যবোধ, সম্মান, শালীনতা এবং সতীত্বকে লক্ষ্য করে আমাদের সমাজকে কুলশিত করতে চাই। সমাজে লাগামহীন অপপ্রচারের মাধ্যমে ধর্মীয় উদ্দীপনাকে উস্কে দিতে চাই।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় সমঝোতায় পৌঁছার প্রয়োজনীয়তা ইরানের চেয়ে শত্রুদেরই বেশি। শত্রুর সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে সাহসী ভূমিকা পালন করতে হবে।
 
হাজ আলী আকবারি আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ইরানের কোনো তাড়াহুড়ো নেই। তবে আলোচনার নামে সময়ক্ষেপণের সুযোগ দেওয়া হবে না।
 
জুমার নামাজের খতিব বলেন, ইরানের পররাষ্ট্রনীতির পেছনে জনগণের সমর্থন রয়েছে। কাজেই আলোচকেরা দৃঢ়তার সঙ্গে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। এ ক্ষেত্রে কোনো ধরণের ভয়-ভীতির পরোয়া না করে যুক্তি, প্রজ্ঞা ও আল্লাহর ওপর নির্ভরতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। শত্রুদেরকে পরাস্ত করতে হবে।
 
গত ৩ জানুয়ারি থেকে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় অষ্টম দফার আলোচনা চলছে। বিভিন্ন পর্যায়ে এ সংক্রান্ত আলোচনা হয়েছে। iqna
 
captcha