IQNA

পবিত্র কুরআনের ২১ হাজার পাণ্ডুলিপি; আফ্রিকায় তুরস্কের এক বছরের অবদান

19:10 - January 18, 2022
সংবাদ: 3471304
তেহরান (ইকনা): তুরস্কের একটি ত্রাণ সংস্থা ঘোষণা করেছে যে ২০২১ সালে তারা আফ্রিকা মহাদেশের ৭টি দেশে কুরআন হেফজ সেন্টারের শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি দান করেছে।
তুর্কি মানবিক ত্রাণ সংস্থা (IHH) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে অনেক মুসলিম শিশু ও যুবকদের কাছে পবিত্র কুরআনের মূল পাণ্ডুলিপি না থাকার দরুন তরা তাদের ঐতিহ্যবাহী পদ্ধতিতে কুরআন মুখস্থ করেন।
 
এই সংস্থা ঘোষণা করেছে, গত বছর গিনি এবং মালির শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের ১৩ হাজার ৫০০ কপি, চাদের শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৯০০ কপি, ঘানার শিক্ষার্থীদের মাঝে ২ হাজার কপি, নাইজার এবং সুদানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার কপি এবং সিয়েরা লিওনের শিক্ষার্থীদের মাঝে ৬০০ কপি বিতরণ করা হয়েছে।
 
সংস্থাটি যোগ করেছে যে, এ পর্যন্ত বিভিন্ন দেশে দরিদ্রদের মধ্যে পবিত্র কুরআনের ২ লাখ ৬৩ হাজার  পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।  iqna

 

captcha