IQNA

নিজ সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি জানালো তালেবান

20:14 - January 19, 2022
সংবাদ: 3471310
তেহরান (ইকনা): তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলকারী তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বুধবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

 

গত ১৫ আগস্ট কাবুলের পতন হয়। কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দ্বিতীয়বারের মতো তালেবানের হাতে যায়। পরের মাসে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।

 

বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবানের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। দ্বিতীয় দফায় তালেবান কীভাবে দেশ শাসন করছে, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়। পশ্চিমা দেশগুলো জানিয়েছে, বর্তমান তালেবান সরকারের কর্মকাণ্ডের ওপর তারা নজর রাখছে।  তাদের দাবি, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে যেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল এবারের তালেবান সরকার তেমন কিছু করে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।

 

বুধবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ বলেন, ‘আমি মুসলিম দেশগুলোকে নেতৃত্ব নেওয়ার এবং আমাদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ iqna

 

captcha