IQNA

ফিলিস্তিনের সমর্থনে কুয়েতি টেনিস খেলোয়াড়

20:04 - January 23, 2022
সংবাদ: 3471327
তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত একটি টুর্নামেন্ট থেকে কুয়েতের একজন টেনিস তারকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
কুয়েতের এই খেলোয়াড়ের বিপরীতে ইহুদিবাদী ইসরাইলের একজন খেলোয়াড়ের খেলার কথা ছিল। ইসরাইলের এই খেলোয়াড়কে এড়াতেই মূলত আমিরাতের টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কুয়েতের ওই টেনিস তারকা।
 
এ ঘটনাকে ইসরাইলের জন্য নতুন ধরনের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। এর আগে মুসলিম বিশ্বের আরো বহু খেলোয়াড় ইসরাইলি খেলোয়াড়দেরকে বয়কট করেছেন।
 
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এক রিপোর্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট থেকে কুয়েতের খেলোয়াড় মোহাম্মদ আল-আওয়াদি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি একজন ইসরাইলি খেলোয়াড়ের মুখোমুখি হতে যাচ্ছেন- এই তথ্য জানার পর তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
 
আল-আওয়াদির এ পদক্ষেপ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসিত হয়েছে। কুয়েতের এই কিশোর খেলোয়াড় দুবাইয়ে অনুষ্ঠানরত অনূর্ধ্ব ১৪ পেশাদার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।
 
কুয়েতি গণমাধ্যম জানিয়েছে, আল-আওয়াদি প্রথম ম্যাচে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠেছিলেন। এরপরই তিনি জানতে পারেন, সেমিফাইনালে ইসরাইলের একজন খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে তাকে। এ তথ্য জানার পর তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
 
কুয়েতের জাতীয় সংসদের সদস্য ওসামা আল-শাহিন টুইটারে কুয়েতের ওই খেলোয়াড়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনেআল-আওয়াদিকে কুয়েতের বীর বলে অভিনন্দিত করেছেন।  iqna
captcha