IQNA

বিশকেক কেন্দ্রীয় মসজিদ; অটোমান শৈলীতে নির্মিত + ভিডিও

20:52 - January 26, 2022
সংবাদ: 3471343
তেহরান (ইকনা): ইমাম সারাখসি মসজিদ হল বিশকেকের নতুন কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদটি নির্মাণ করতে ২৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

১৯৯০ সালে কিরগিজস্তানে মাত্র ৪০টি মসজিদ ছিল। কিন্তু বর্তমানে সেদেশে মসজিদের সংখ্যা বেড়ে ২৬০০-এর বেশি হয়েছে, যার মধ্যে একটি হল বিশকেক কেন্দ্রীয় মসজিদ বা ইমাম সারাখসি মসজিদ।

 

মসজিদটি তুরস্ক ২৫ মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করেছে এবং এটি তৈরি করতে ৬ বছর সময় লেগেছে। এই মসজিদটি ৩.৫ হেক্টর জমির ওপর নির্মিত হয়েছে এবং প্রতিটি মিনারের উচ্চতা ৭০ মিটার।

 

ইমাম সারাখসি বিশকেক মসজিদকে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়। এই মসজিদটির ধারণক্ষমতা ২৮ হাজার লোক এবং এটি অটোমান সাম্রাজ্যের স্থাপত্যের শৈলীতে এবং ইস্তাম্বুলের ব্লু মসজিদের অনুরূপ নির্মাণ করা হয়েছে।  iqna

 
captcha