IQNA

ভিডিও | মাহমুদ শাহাতের সুললিত কণ্ঠে সূরা কাওসার তিলাওয়াত

20:43 - January 26, 2022
সংবাদ: 3471344
তেহরান (ইকনা): জমাদিউসসানি মাসের বিশ তারিখ মানব-ইতিহাসের বর্ণনাতীত গৌরব ও খুশির দিনগুলোর অন্যতম। কারণ এ দিনে জন্ম নিয়েছিলেন মানবজাতির অনন্য গৌরব ও শ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহি আলাইহা। তাঁর পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি সালাম ও প্রাণঢালা মুবারক-বাদ।

নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহি আলাইহা’র শানে সূরা কাওসার নাজিল হয়েছে।
 
নারী দিবস ও হযরত জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে মিশরীয় তরুণ ক্বারি মাহমুদ শাহাত আনোয়ার সুললিত কণ্ঠে সূরা কাওসারের মনোমুগ্ধকর তিলাওয়াত সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
 
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ﴿١﴾ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ﴿٣﴾
অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে
(১) নিশ্চয় আমরা তোমাকে কাওসার (অত্যধিক কল্যাণ) দান করেছি। (২) সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর। (৩) নিশ্চয় তোমার শত্রুরা, তারাই নির্বংশ।
মিশরের প্রসিদ্ধ ক্বারি মাহমুদ শাহাতের সুললিত কণ্ঠে সূরা কাওসারের তিলাওয়াতের ভিডিওটি নীচে তুলে ধরা হল:
 

 

captcha