IQNA

হজযাত্রীদের জন্য সৌদি আরবের নতুন শর্ত

20:00 - February 08, 2022
সংবাদ: 3471402
তেহরান (ইকনা): সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য ওমরাহ ও জিয়ারতকারীদের সৌদি আরবে প্রবেশের জন্য জন্য নতুন শর্ত ঘোষণা করেছে।
এই মন্ত্রণালয় ঘোষণা করেছে: : করোনাভাইরাস (কোভিড-১৯) এবং এর বিভিন্ন দিকগুলির বিরুদ্ধে রাজ্যের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষের প্রতিবেদন অনুসারে, যেসকল হাজি এদেশে প্রবেশ করবে তাদের অবশ্যই ভ্যাকসিন দেওয়া ছাড়াও করোনা টেস্ট রিপোর্ট সংগ্রহ করতে হবে এবং রিপোর্ট অবশ্যই নেগেটিভ হতে হবে। সৌদি আরবে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে পিসিআর সংগ্রহ করতে হবে।
 
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নতুন এই বিধিনিষেধ ১৪৪৩ হিজরির ৮ম রজব (৯ম ফেব্রুয়ারি, ২০২২) বুধবার রাত ১টা থেকে শুরু হবে।
 
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে: "শিশুদের কথা বিবেচনা করে ৮ বছরেরে কম বয়সী শিশুদের এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।"
 
এই মন্ত্রণালয় আরও বলেছে: দ্বিতীয় ডোজ গ্রহণের পর তিন মাস অতিবাহিত করা নাগরিকদের আগমনের জন্য ভ্যাকসিনের তৃতীয় ডোজ গ্রহণ করতে হবে। তবে অনূর্ধ্ব ১৬ এবং “টুকলনা” "টুকলনা" অ্যাপ্লিকেশনে উল্লিখিত ব্যক্তিদের তৃতীয় ডোজ দেওয়ার প্রয়োজন নেই। iqna
 
 
 
captcha