IQNA

ভিডিও | শহীদ আবু মাহদী: এমাদ এখনো জীবিত আছে

14:09 - February 14, 2022
সংবাদ: 3471429
তেহরান (ইকনা): ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সাবেক উপ-প্রধান শহীদ আবু মাহদী আল-মোহান্দেস হিজুবল্লাহর অন্যতম শহীদ কমান্ডার “এমাদ মুহনিয়া”র উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ প্রকাশ করার সময় তাকে সর্বদা যুদ্ধক্ষেত্রে উপস্থিত বলে মনে করতেন।

লেবাননে হিজবুল্লাহর সাহসী কমান্ডার, সাহসী ও নিবেদিতপ্রাণ মুজাহিদ, হাজ্বি রেজওয়ান নামে পরিচিত শহীদ এমাদ মুগনিয়ার শাহাদাত বার্ষিকীতে, এই শহীদ কমান্ডারের ব্যক্তিত্ব সম্পর্কে আবু মাহদী আল-মোহান্দেসের বক্তৃতার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
 
হাজ্বি রেজওয়ান নামে পরিচিত এমাদ মুগনিয়া ১৮৬২ সালের ৭ম ডিসেম্বর লেবাননের “সুর” শহরের অদূরে তীরদিবা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের অন্যতম সামরিক কমান্ডার ছিলেন। ২০০৮ সালের ১২ই ফেব্রুয়ারি সিরিয়ার দামেস্কে বোমা হামলায় শাহাদাত বরণ করেন।  iqna
 
 

 

captcha