IQNA

ইসলামের শুভ জন্মদিবস মুবারক

15:29 - February 28, 2022
সংবাদ: 3471496
তেহরান (ইকনা): ২৭ রজব মহানবী হযরত মুহাম্মদ ( সা.) এর শুভ নুবুওয়তে অভিষেক ( মাব'আস) দিবস । এ দিন মহান আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ ( সা.) কে নবী ও রাসুল হিসাবে ঘোষণা দেয়া হয় এবং হযরত জিবরাঈল ( আ. ) প্রথম ওয়াহ্ই ( সূরা - ই আলাকের প্রথম ৫ আয়াত ) নিয়ে হিরা গুহায় আসেন।

২৭ রজব মহানবী হযরত মুহাম্মদ ( সা.) এর শুভ নুবুওয়তে অভিষেক ( মাব'আস) দিবস । এ দিন মহান আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ ( সা.) কে নবী ও রাসুল হিসাবে ঘোষণা দেয়া হয় এবং হযরত জিবরাঈল ( আ. ) প্রথম ওয়াহ্ই ( সূরা - ই আলাকের প্রথম ৫ আয়াত ) নিয়ে হিরা গুহায় আসেন  স্রষ্টার ইবাদত ও ধ্যানে মগ্ন

হযরত মুহাম্মদ (  সা . ) এর কাছে :

পরম করুনাময় , দাতা ও দয়ালু আল্লাহর নামে

পড় তোমার প্রভুর নামে

যিনি সৃষ্টি করেছেন

সৃষ্টি করেছেন মানুষকে এক বিন্দু জমাট রক্ত ( আলাক্ব : علق ) থেকে ।

পড় এবং তোমার প্রভুই হচ্ছেন সবচেয়ে সম্মানিত ।

যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।

মানুষ যা জানত না তা তাকে ( মানুষকে) তিনি শিখিয়েছেন।

( সূরা - ই আলাক্ব্ : ১ - ৫ )

তাই ২৭ রজব মানব জাতির ইতিহাসে

অত্যন্ত শুভ ও ভাগ্য নির্ধারক দিন ।

নুবুওয়াতের মাকামে মহানবীর ( সা. ) অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে সূচিত হয়

ঐশী হিদায়তের বাস্তবায়ন ( যদিও তিনি (স) হযরত আদম ( আ) এবং সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টির আগেই নবী ছিলেন) এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের শুভ সূচনা ও অগ্রযাত্রা । এ ঘটনার পর থেকে দীর্ঘ ২৩ বছর যাবৎ পবিত্র কুরআনের পর্যায়ক্রমে ধারাবাহিক ( তাদরীজী) নুযূল ( অবতীর্ণ হওয়া ) অব্যাহত থাকে

যদিও পবিত্র রমযান মাসের শব-ই কদরের রাতে সমগ্র কুরআনের পূর্ণাঙ্গ হাকীকত ( খাঁটি স্বরূপ ) মহানবীর ( সা.) পবিত্র হৃদয়ের ( ক্বলব ) উপর মহান আল্লাহ পাক নাযিল করেন । মহান আল্লাহ পাক বলেন :

নিশ্চয়ই আমি  ইহাকে (এ গ্রন্থটি অর্থাৎ সম্পূর্ণ পবিত্র কুরআন ) অবতীর্ণ করেছি শব - ই কদরের রাতে ( দ্র: সূরা-ই ক্বদর , আয়াত : ১ ) ।

إِنَّا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ .

তাই মহানবী ( সা. ) এর মাব'আস অর্থাৎ নুবুওয়তে অভিষেক ও অধিষ্ঠিত হওয়ার ঘোষণা দিবসে সকল মু'মিন ও মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

     প্রসঙ্গত : উল্লেখ্য যে মহানবীর ( সা .) আহলুল বাইতের ( আ.) কাছে ২৭ রজব হচ্ছে মহানবীর সা.)  মাব'আস অর্থাৎ নুবুওয়তের ঘোষণা ও অভিষেক দিবস । আর এ দিন মেরাজ দিবস বলে যে মত প্রচলিত আছে তা আহলুল বাইতের (আ.) কাছে গৃহীত ( মকবূল ) হয় নি । বরং মহানবীর ( সা.) মে'রাজ অন্য দিন ও অন্য মাসে সংঘটিত হয়েছিল । আর আহলুল বাইত ( আ .) পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যা ( তাফসীর ) ও জ্ঞান সম্পর্কে এবং মহানবীর ( সা.) সীরত , জীবনী ও সুন্নাহ সম্পর্কে সবার চেয়ে অধিক জ্ঞাত । কারণ গৃহবাসী গৃহে যা কিছু আছে বা ঘটে সে সম্পর্কে ( যারা ঘরের মানুষ নয় তাদের চেয়ে ) অধিক জ্ঞাত (ُأَهْل الْبَیْتِ أَدْرَیٰ بِمَا فِي الْبَیْت ) এবং মহানবী  ( সা.) থেকে বর্ণিত মুতাওয়াতির ( অকাট্য সূত্রে বর্ণিত ) হাদীস -ই সাকালাইনও এ বিষয়টি অর্থাৎ পবিত্র কুরআন ও মহানবীর সীরাত , জীবনী ও সুন্নাহ সংক্রান্ত আহলুল বাইত  (আ.) উম্মতের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী তা প্রমাণ করে ।

এই ২৭ রজবের রাত ও দিন অত্যন্ত

গুরুত্বপূর্ণ হওয়ায় অনেক নফল ও মুস্তাহাব আমল ( যেমন : নামায , দুআ ও যিয়ারত সমূহ ) মাফাতীহুল জিনানের মতো দুআ , যিয়ারত এবং নফল ইবাদতের গ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে । 

     বিশ্বজগৎ জাহেলিয়াতের তিমির আঁধার রাতের শেষে মুস্তফার ( সা ) নুবুওয়াত ও ইসলামের আলোকোজ্জ্বল সূর্য্যোদয়ে হল উজ্জ্বল ।   

আজ মাব'আসে মুহাম্মদ রাসূলুল্লাহর  ( স ) এ আনন্দঘন ঈদে ( উৎসব ) জানাই সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা , অভিনন্দন ও তাবরীক ( মুবারক বাদ ) ।

ঈদে সাঈদে মাব'আস্ মুবারক ।

খাতামুর রুসুল ওয়ান নবীয়ীনের মাব'আস ( নবী হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ) মুবারক

ইসলামের শুভ জন্মদিবস ( রোযে তাওয়াল্লুদে ইসলাম ) মুবারক ।।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha