IQNA

সর্বোচ্চ নেতা;

বন-জঙ্গল ও পরিবেশ ধ্বংসের অর্থ জাতীয় স্বার্থের বিনাশ

18:06 - March 06, 2022
সংবাদ: 3471526
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) সকালে বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজ দপ্তরের প্রাঙ্গণে দু'টি ফলের চারা রোপণ করেন।
ইরানে ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রাকৃতিক সম্পদ সপ্তাহ পালিত হয়। প্রাকৃতিক সম্পদ সপ্তাহ'র প্রথম দিনকে বৃক্ষরোপণ দিবস হিসেবে অভিহিত করা হয়।
 
তিনি ফলের চারা রোপণের পর বলেন, বৃক্ষরোপণ হচ্ছে পুরোপুরি ধর্মীয় ও বিপ্লবী কাজ। বন-জঙ্গল ও পরিবেশ ধ্বংসের অর্থ হচ্ছে জাতীয় সম্পদ ধ্বংস করা। এটি জনস্বার্থের ক্ষতি করে।
 
তিনি আরও বলেন, বন্যপ্রাণী রক্ষার বিষয়টিকে উপেক্ষা করাও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। পবিত্র ইসলাম ধর্মে খাবারের প্রয়োজনেই কেবল শিকারের অনুমতি দেওয়া হয়েছে, অন্যথায় এটি অবৈধ। শিকার করার জন্য সফরও হারাম।
 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পরিচ্ছন্ন ও জীবাশ্মবিহীন জ্বালানি যেমন পারমাণবিক বিদ্যুতের ব্যবহার গোটা বিশ্বেই বাড়ছে এবং আমাদের অঞ্চলের দেশগুলোও সেদিকে অগ্রসর হচ্ছে। বায়ু এবং সৌর বিদ্যুতও রয়েছে। এসবের উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। iqna
captcha