IQNA

ইসলামিক দেশগুলির পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে সরব হচ্ছে চীন!

19:26 - March 24, 2022
সংবাদ: 3471602
তেহরান (ইকনা): কাশ্মীর ইস্যুতে আবারও এক মেরুতে চীন-পাকিস্তান। এবার পাকিস্তানে ইসলামিক দেশগুলির সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’  বৈঠকে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে মন্তব্য করলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। কার্যত কাশ্মীর ইস্যুতে ইসলামিক দেশগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। চীনা বিদেশমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে নয়াদিল্লি।
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে চীন। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর বৈঠকে গিয়ে বলেছেন, “কাশ্মীরে প্রসঙ্গে আমরা আজ ফের আমাদের মুসলিম বন্ধুদের আহ্বান শুনতে পাচ্ছি। চীনও তাদের সঙ্গে সহমত পোষণ করে।” ওই বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা প্যালেস্তাইন এবং কাশ্মীর ইস্যুতে ব্যর্থ হয়েছি। আমাদের কেউ গুরুত্ব দেয় না। কারণ আমরা বিভক্ত।
 
চীনের বিদেশমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে ভারতের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ''জম্মু ও কাশ্মীরের সম্পর্কিত বিষয়গুলি সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনেও তাই থাকবে। এই কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে চীন বা অন্যান্য দেশের কোনওরকম কোনও মন্তব্য করার কোনও অধিকার নেই। তাদের মনে রাখা উচিত ভারত চিনের কোনও অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না।'' সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস
 
captcha