IQNA

কাবুলের “আইয়ুব সাবের” মসজিদে বোমা বিস্ফোরণ

20:09 - May 13, 2022
সংবাদ: 3471847
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশ মুখপাত্র বলেছেন, আইয়ুব সাবের শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় একটি বিস্ফোরণ ঘটে, এতে তিনজন মুসল্লি আহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান আরও বলেন: আফগানিস্তানের রাজধানী কাবুলের পঞ্চম অঞ্চল আইয়ুব সাবেরের একটি মসজিদে আজ ১৩মে জুমার নামাজ চলাকালীন সময় বিস্ফোরণটি ঘটেছে।

তিনি বলেন: প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, বিস্ফোরণে এখনও পর্যন্ত তিনজন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীকে এলাকায় মোতায়েন করা হয়েছে এবং এই বিস্ফোরণের ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।


এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আজকের বিস্ফোরণটি বেশ কয়েকটি রক্তক্ষয়ী বিস্ফোরণের ধারাবাহিকতা যা সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি মসজিদে সংঘটিত হয়েছে। এই ঘটনার পূর্বে শিয়া এবং সুন্নি মসজিদে বোমা হামলার দায় তাকফিরি-সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস স্বীকার করেছে। iqna

captcha