IQNA

আয়ারল্যান্ডে অমুসলিমদের মসজিদ পরিদর্শনের আমন্ত্রণ

18:46 - May 16, 2022
সংবাদ: 3471859
তেহরান (ইকনা): অমুসলিমদের দরজা উন্মুক্ত করে দিয়েছে আয়ারল্যান্ডের আল-রহমান মসজিদ। মসজিদটি লেইনস্টার প্রদেশের পোর্ট লুইসে অবস্থিত। প্রায় এক দশক আগে যাত্রা শুরু করা মসজিদটি করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ ছিল। করোনাকালীন বিধি-নিষেধ শিথিল হওয়ার কারণে গত ১৪ মে শনিবার মসজিদটি খুলে দেওয়া হয়।
এ উপলক্ষে মসজিদের পরিচালকরা সব ধর্মের অনুসারীদের মসজিদে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া তাঁরা একটি পারিবারিক ভ্রমণ, ক্যালিগ্রাফি ও মেহেদি উৎসবের আয়োজন করেছেন।
বন্ধ হওয়ার আগে মসজিদে প্রতিদিন এক শ মুসল্লি নামাজে এবং ছয় শ মুসল্লি জুমার জামাতে অংশ নিত। তবে বিগত বছরগুলোতে মুসল্লি সংখ্যা এত বৃদ্ধি পায় যে মসজিদের পরিচালকদের বাড়তি জায়গা ভাড়া নিতে হয়েছিল। বিশেষত জুমার নামাজের জন্য তা যথেষ্ট ছিল না। কয়েক দশক ধরে যুক্তরাজ্যের মসজিদগুলো ‘ওপেন ডেজ’ পালন করছে। বিশ্বের অন্য প্রান্তের মুসলিমরা এমন দিন ও সপ্তাহ উদযাপন করে। এই দিন ও সপ্তাহে প্রতিবেশী অমুসলিমদের মসজিদে আমন্ত্রণ জানায়, যেন তারা ইসলাম, মুসলিম ও মসজিদ সম্পর্কে জানতে পারে এবং মনের ভেতর জমে থাকা প্রশ্ন উত্থাপন করতে পারে।
 
সূত্র : লেইনস্টার এক্সপ্রেস
captcha