IQNA

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত 

20:06 - May 24, 2022
সংবাদ: 3471891
তেহরান (ইকনা): নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র হামলায় ত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মরোক্কান আরব নিউজ এজেন্সি মিডিয়া জানিয়েছে, চাদ প্রজাতন্ত্র এবং নাইজেরিয়ার সীমান্তের কাছে বোর্নো রাজ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস এই হামলা চালিয়েছে।
 
গত সপ্তাহের শেষ দিকে এ হামলার ঘটনা ঘটলেও,  দায়েশের সন্ত্রাসী কর্তৃক টেলিকম টাওয়ার ধ্বংসের ফলে দুর্বল যোগাযোগের কারণে ঘটনার খবর দেরিতে প্রকাশিত হয়।
 
নিহতদের বেশিরভাগই ধাতব  স্ক্র্যাপ স্ক্যাভেঞ্জার যারা সন্ত্রাসীদের হামলার পরে উত্তর বোর্নোর গ্রামগুলিতে পোড়া গাড়ির সন্ধানে এলাকায় ছিল।
 
এর আগে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ আফ্রিকায় আইএসআইএলের তৎপরতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিলেন। ধারণা করা হচ্ছে যদি দ্রুত এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিরোধ করা না হয় তাহলে ভবিষ্যতে তাদের হামলা আরও তীব্রতর হবে। কেউ কেউ ইরাক ও সিরিয়ায় আইএসের সন্ত্রাসীদের তৎপরতার দিকে ইঙ্গিত দিয়ে আফ্রিকায়ও এই সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা সরকার গঠনের বিষয়ে সতর্ক করেছে। iqna
 
captcha