IQNA

কুরআনের সূরাসমূহ/৪

সূরা নিসা; নারীদের জন্য কুরআনের একটি অধ্যায়

4:23 - May 26, 2022
সংবাদ: 3471899
তেহরান (ইকনা): ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমাজ ও পরিবারে নারীর ভূমিকা; এই গুরুত্ব জানার জন্য আমরা পবিত্র কুরআনের চতুর্থ সূরার দিকে লক্ষ্য রাখতে পারি। এই সূরা শুধুমাত্র নারীদের জন্য এবং তাদের নামে নিবন্ধিত হয়েছে।

সূরা নিসা “মাদানী” সূরা। অর্থাৎ এই সূরাটি নবী করিম (সা.)এর হিজরতের পর নাযিল হয়েছে। এই সূরায় সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনের চার নম্বর এই সূরায় মোট ১৭৬টি আয়াত রয়েছে।
এই সূরায় নারীদের সম্পর্কিত অনেক আহকাম রয়েছে বলে এই সূরাটিকে নিসা (নারী) বলা হয়।
এই সূরাটিকে নিসা (মহিলা) বলা হয়, কারণ এই সূরাটিতে মহিলাদের সম্পর্কিত অনেক আইনশাস্ত্রের কথা বলা হয়েছে। এই সূরায় "নিসা" অর্থ নারী শব্দটি মোট ২০ বার উল্লেখিত রয়েছে। নারীদের নামে পবিত্র কুরআনের একটি সূরার নামকরণের মাধ্যমে এটি স্পষ্ট যে ইসলামে নারীদের অনেক গুরুত্ব রয়েছে।
নারীর সম্পত্তি জোরপূর্বক দখলে নিষেধাজ্ঞা (১৯ থেকে ২১ আয়াত), নারীর প্রকারভেদ এবং তাদের সাথে বিবাহের বিধান (২২ থেকে ২৮), নারীর অধিকার প্রদান (১২৮ থেকে ১৩০0) এবং পুরুষ ও মহিলাদের মধ্যে আইনি পার্থক্য (৩২ থেকে ৩৫)। এগুলো এই সূরার গুরুত্বপূর্ণ বিষয়। সূরা নিসা’য় বিবাহ এবং উত্তরাধিকারের আহকাম সম্পর্কেও কথা বলেছে এবং এর মধ্যে সালাত, জিহাদ এবং সাক্ষী প্রদানের বিষয়েও আলোকপাত করা হয়েছে।
এই সূরায় সামাজিক ইউনিটি অর্থাৎ পরিবার বজায় রাখতে বিবাহের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। এবং বিবাহকে সমাজের সতীত্ব বজায় রাখার পাশাপাশি সমাজে ব্যক্তিদের পারস্পরিক অধিকার ও কর্তব্য হিসাবে স্বীকৃত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর
captcha