IQNA

ব্রিকসের শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট

"অভিন্ন ভবিষ্যৎ নিয়ে মানব সমাজ" গঠনের জন্য নতুন প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করতে হবে

20:41 - June 25, 2022
সংবাদ: 3472041
তেহরান (ইকনা):  ব্রিকসের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের বড় জ্বালানীর বাজারগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে ইরান ব্রিকসের টেকসই অংশীদার হতে পারে। তিনি শুক্রবার চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
বিশ্বের সম্ভাবনাময় পাঁচ অর্থনৈতিক শক্তিকে নিয়ে ২০০০ সালে এই জোট গঠনের পরিকল্পনা করা হয় এবং ২০০৯ সালের ১৬ জুন এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চীনের উদ্যোগে আয়োজিত এবারের শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্য থেকে একমাত্র ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
প্রেসিডেন্ট রায়িসি তার ভাষণে বলেন, এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনাকে প্রাধান্য দেয়া ও নিষেধাজ্ঞার মতো অর্থনৈতিক বিদ্বেষমূলক পদক্ষেপের কারণে জাতিসংঘের পাশাপাশি এ ধরনের নতুন নতুন জোট গঠনের প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে। এর ফলে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষিত হওয়ার পাশাপাশি ‘অভিন্ন স্বার্থ ও অভিন্ন ভবিষ্যতের একটি মানব সমাজ’ গঠন করা সম্ভব হবে।  
 
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রিকসকে আমাদের সবটুকু সক্ষমতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে ইরানের ভেতর দিয়ে সংক্ষিপ্ত ও স্বল্প খরচে ট্রানজিট সুবিধা প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ এবং অভূতপূর্ব বৈজ্ঞানিক অগ্রগতির কথা তুলে ধরেন। রায়িসি বলেন, ব্রিকসকে তার লক্ষ্য অর্জনের জন্য এসব সক্ষমতা দিয়ে সর্বোতভাবে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।  
 
বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তিকে নিয়ে গঠিত ব্রিক্সভুক্ত দেশগুলোতে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বসবাস এবং এসব দেশ বিশ্বের মোট অর্থনীতির ২৮ শতাংশ নিয়ন্ত্রণ করে। iqna

 

captcha