IQNA

ইরানে পালিত হলো হজরত আলী আসগর(আ.) দিবস

20:32 - August 05, 2022
সংবাদ: 3472241
তেহরান (ইকনা):  ইরানসহ বিশ্বের বহু দেশে পালিত হচ্ছে পবিত্র মুহররমের ধর্মীয় অনুষ্ঠান। পবিত্র মুহররমের গুরুত্বপূর্ণ একটি দিন হলো রসুলের নাতি ইমাম হুসাইন (আ.)'র দুধের শিশু হজরত আলী আসগর(আ.)কে স্মরণ করা।
ইরানে পালিত হলো হজরত আলী আসগর(আ.) দিবসমহররম মাসের প্রথম শুক্রবার ইরানের অনেক শহরে এবং বিশ্বের ৪৫টি দেশের ২,৫০০টি শহরে মা ও তাদের সন্তানদের ব্যাপক উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.)'র ৬ মাসের ছেলে হযরত আলী আসগারেরে স্মরণে শোক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল আটটা থেকে তেহরানের মুসাল্লায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হযরত আবদুল আজিম হাসানি (আ.)-এর মাজারটি গত বছরের মতোই মা ও তাদের সন্তানদের আতিথ্য করেছে।
 
এদিকে ইরানের ধর্মীয় নগরী কোমে হযরত মাসুমা (সা.) এর মাজার, জামকারান মসজিদ, আজাম জাঞ্জান হোসাইনিয়া সহ দেশটির আরও অনেক মসজিদ, হোসেনিয়া এবং ধর্মীয় স্থান কারবালার ছয় মাস বয়সী শহীদের স্মরণে মা ও তাদের ছোট বাচ্চাদের উপস্থিতি এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শোক অনুষ্ঠান ও বক্তৃতা শেষে মায়েরা একটি শপথ পাঠ করেন এবং তাদের সন্তানদেরকে ইমাম জামানা (আ.)-কে সাহায্যকারী হিসেবে গড়ে তোলার শপথ করেন। 4075982
 
 
captcha