IQNA

নাইজেরিয়ায় আশুরার শোক মিছিলে সেনাবাহিনীর হামলায় নিহত ৬

20:11 - August 09, 2022
সংবাদ: 3472262
তেহরান (ইকনা): নাইজেরিয়ার জারিয়া শহরে ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের স্মরণে শোক পালনকারীদের অনুষ্ঠানে নাইজেরিয়ার পুলিশ বাহিনীর হামলায় অন্তত ৬ জন শহীদ হয়েছেন।

ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকীতে শোক পালনকারীদের ওপর আবারও সেদেশের সেনাবাহিনী রক্তক্ষয়ী হামলা চালিয়েছে।
 
নাইজেরিয়ার পুলিশ বাহিনী জারিয়াতে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে সরাসরি বুলেট এবং গ্যাস বোমা দিয়ে আক্রমণ করেছে। এই হামলার ফলে শেখ জাকজাকির এক ভাগ্নে সহ কমপক্ষে ছয়জন শহীদ হন এবং আরও কয়েক ডজন আহত হন।
 
জারিয়া শহরটি নাইজেরিয়ার শিয়া নেতা শেখ ইব্রাহিম আল-জাকজাকির জন্মস্থান। তিনি গত বছরের আগস্টে নাইজেরিয়ার একটি কারাগারে ছয় বছর বন্দী থাকার পরে সমস্ত অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
 
বিগত কয়েক বছর পূর্বে নাইজেরিয়া সরকার মহররম ও বিশ্ব কুদস দিবসসহ সেদেশে শিয়াদের ধর্মীয় অনুষ্ঠানে দমন ও হামলা চালিয়েছে এবং এই হামলায় কয়েক ডজন মানুষ শহীদ ও আহত হয়েছেন।
 
নাইজেরিয়ার বহু শহরে প্রতিবছর আশুরার শোক মিছিল বের হয়। মহানবী (স) এর নাতি ইমাম হুসাইন (আ) এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১০ই মহরম সারা বিশ্বে শোক পালন করা হয়। ইতিহাসের এই দিনে কুখ্যাত ইয়াজিদ বাহিনীর বর্বরতার শিকার হয়ে অত্যন্ত নির্মমভাবে কারবালা প্রান্তরে ইমাম হুসাইন (আ) এবং তার বেশ কয়েকজন সঙ্গী ও নিকটাত্মীয় শাহাদাত বরণ করেন। 4077067
 

تیراندازی پلیس نیجریه به عزاداران حسینی دستکم 6 شهید برجای گذاشت

شیعیان نیجریه در این ایام محرم در بیش از سیصد شهر و روستا در سوگ شهادت امام حسین(ع) مراسم عزاداری و راهپیمایی برگزار کردند.

تیراندازی پلیس نیجریه به عزاداران حسینی دستکم 6 شهید برجای گذاشت

 

تیراندازی پلیس نیجریه به عزاداران حسینی دستکم 6 شهید برجای گذاشتتیراندازی پلیس نیجریه به عزاداران حسینی دستکم 6 شهید برجای گذاشت

captcha