IQNA

দেশাত্মবোধক মনোজ্ঞ সংগীত

0:02 - August 18, 2022
সংবাদ: 3472309
তেহরান (ইকনা): সম্প্রতি ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান ফার্সি ভাষা থেকে বাংলায় একটি দেশাত্মবোধক মনোজ্ঞ সংগীত অনুবাদ করেছেন।

১৯৯০ সালের ১৭ জুলাই ( ২৬ মোর্দাদ ১৩৬৯ ফার্সী ) ইরাক থেকে ইরানী যুদ্ধবন্দীদের বীরদর্পে দেশে প্রত্যাবর্তনের সেই আনন্দঘন আবেগাপ্লুত মূহুর্তে পরিবেশিত স্মৃতিবিজড়িত দেশাত্মবোধক মনোজ্ঞ সংগীত :

খাস্তে আয্ রাযমে শাব্ , অশেক্বনে হোসেইনী 

নৈশ রণে ক্লান্ত  হে হুসাইনী প্রেমিকগণ !

তাকসাভরনে ফাথ্, ইয়ভরনে খোমেইনী

 বিজয়ের চূড়ায় আরোহণকারী হে অশ্বারোহীগণ ! হে খোমেইনীর সাহায্যকারীরা !

বে দমনে এসলম্ বে অঘূশে রাহবার খোশ অমদীদ

ইসলামের আঁচলে, মহান নেতার ক্রোড়ে তোমরা স্বাগতম

বে শাহরে শাহীদন্, বে মাহদে দালীরন্ , বে ইরন্ খোশ অমাদীদ্

শহীদদের শহরে , বীরদের লালনভূমিতে ইরানে তোমরা স্বাগতম।।

অনুবাদ: ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha