IQNA

কেরালায় হিজাব পরায় স্কুলে প্রবেশে বাধা, বিভিন্ন মুসলিম সংগঠনের ব্যাপক বিক্ষোভ প্রদর্শন

0:02 - September 27, 2022
সংবাদ: 3472539
তেহরান (ইকনা): ভারতের কেরালার কোঝিকোড়ে হিজাব পরার কারণে একটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মী-সমর্থকরা। আজ (সোমবার) ওই বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
কেরালার কোঝিকোড়ের প্রভিডেন্স গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে হিজাব পরার জন্য স্কুলে প্রবেশ করতে নিষেধ  করা হয়েছে বলে অভিযোগ। এরপরে মুসলিম যুব লীগ, মুসলিম স্টুডেন্টস ফেডারেশন, এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশনসহ কয়েকটি মুসলিম সংগঠনের কর্মী-সমর্থকরা আজ স্কুলের বাইরে বিক্ষোভ করেছে।  
 
গণমাধ্যমে প্রকাশ, একাদশ শ্রেণির ওই মুসলিম ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল যে সে হিজাব পরতে পারবে না কারণ এটি স্কুল ইউনিফর্মের অংশ নয়। এরপর অভিভাবকরা শিক্ষা বিভাগে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত ওই ছাত্রী স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে বাধ্য হয়। এরপরে মুসলিম যুব লীগ একটি বিবৃতিতে বলেছে- এটা তার মৌলিক অধিকারের লঙ্ঘন। রাজ্য সরকারের পক্ষ থেকে নিষ্ক্রিয়তা এবং এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ না হওয়া গ্রহণযোগ্য নয়।   
 
এ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল মুসলিম সংগঠনগুলো। ওই ইস্যুতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন সংগঠনের লোকজন জড়ো হয়ে সংশ্লিষ্ট স্কুলের সামনে তোলপাড় শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা  বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপরই কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পার্সটুডে
captcha