IQNA

জুমার খোতবা:

শহীদদের রক্তে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বিপ্লবের ক্ষতি করতে পারে না: কাজেম সিদ্দিকী

21:09 - December 02, 2022
সংবাদ: 3472918
তেহরান (ইকনা): তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: শহীদদের রক্তে গড়া বিশ্ববিদ্যালয় কখনোই বিপ্লবের ক্ষতি করতে পারে না। হুজ্জাতুল-ইসলাম কাজেম সিদ্দিকী আজ তেহরানের জুমার খোতবায় ওই মন্তব্য করেন।
৭ ডিসেম্বর ছাত্র দিবসের সম্মানে তিনি বলেন: বিশ্ববিদ্যালয়গুলো শহীদদদের নাম এবং রক্তে ​​ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা বিপ্লবের ওপর আঘাত হানতে পারে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘটিত সম্মান হানিকর ঘটনার প্রতি ইঙ্গিত করে জনাব সিদ্দিকী ওই মন্তব্য করেন। পার্সটুডে
 
বিশিষ্ট এই আলেম আরও বলেন: মার্কিনীরা দেশের সেনাবাহিনী ও সংস্কৃতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক এমনকি প্রতিনিধি নির্বাচন পর্যন্ত সকল বিষয় তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। সেরকম পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্ররা ইসলামের পতাকা উড়িয়েছিল। কাজেই কিছু লোক বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করে বিপ্লবের ক্ষতি করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খতিব।
 
হজরত জয়নব (সা.)-এর জন্মদিন এবং নার্স দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন: জয়নব (সা.) সবচেয়ে কঠিন হুমকি ও সংকটকে সেরা সুযোগে পরিণত করেছিলেন। জনাব সিদ্দিকী ইরানের নৌবাহিনী দিবসের অভিনন্দন জানিয়ে বলেন: পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় নৌবাহিনী বাথিস্ট যুদ্ধযন্ত্রকে সম্পূর্ণরূপে নির্মূল করেছিল। আজও পর্যন্ত ইরানের নৌবাহিনী একটি জীবন্ত, গতিশীল এবং অগ্রগামী একটি ফ্রন্ট বলে হুজ্জাতুল-ইসলাম কাজেম সিদ্দিকী উল্লেখ করেন।#
 
captcha