IQNA

ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি শহীদ

20:34 - December 08, 2022
সংবাদ: 3472956
তেহরান (ইকনা): ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশে জেনিন শরণার্থী শিবিরের কাছে আরো তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনে অধিকৃত অঞ্চলে যখন সংঘাত তীব্র আকার ধারন করছে তখন এ হত্যাকাণ্ডের খবর এলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের অফিসিয়াল সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে যে আজ বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা শরণার্থী শিবিরে অভিযান চালালে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ইসরাইলি বাহিনী তাজা গুলি ছুড়লে তিন ফিলিস্তিনি শহীদ হোন। নিহত তিন জন তারিক আলদামজ, সিদ্দিক জাকারনেহ এবং আতা শিলবি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।  
 
ইসরাইলি সেনা এবং ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংর্ঘের আগে ইসরাইলি স্নাইপাররা জেনিন শরণার্থী শিবিরের আশপাশের ভবনগুলোর ছাদে অবস্থান নেয়। সংঘর্ষের এক পর্যায়ে ইসরাইলি সেনারা বিক্ষোভকারী ফিলিস্তিনি জনতার ওপর সরাসরি গুলি ছুড়লে অন্তত দশ ব্যক্তি আহত হয়। আহতদের হাসপাতালে চিকিংসার জন্য নেয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া ইসরাইলি সেনারা অভিযানের সময় একটি এম্বুলেন্সের ওপর সরাসরি গুলি চালালে সেখানে আহত এক ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেন বলেও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
 
চলতি বছর পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমসহ অবরুদ্ধ গাজায় ইসরাইল-ফিলিস্তিনি লড়াইয়ে ২১৬ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের মধ্যে ১৬৪ জনই পশ্চিম তীরে এবং ৫৪ জন অবরুদ্ধ গাজায়  শহীদ হয়েছেন। 4105471
captcha