IQNA

লাইডার প্রযুক্তি খুঁজে দিল পাঁচ প্রাচীন সভ্যতা

3:31 - January 03, 2023
সংবাদ: 3473103
তেহরান (ইকনা): মাটির নিচে চাপা পড়া ইতিহাস উদঘাটনে প্রত্নতত্ত্ববিদরা ব্যবহার করছেন লেজার প্রযুক্তি লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লাইডার)। বিমান থেকে আলোকরশ্মি ফেলে বন ও মাঠের নিচে কী ছিল তা উদঘাটন করা গেছে। লাইডারের মাধ্যমে পাওয়া তথ্য দেখে থ্রিডি ম্যাপ তৈরি করেছেন প্রত্নতত্ত্ববিদরা। দু-একটি নয়, পাঁচটি প্রাচীন সভ্যতার অস্তিত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার প্রত্নতত্ত্ববিদরা।
গুয়াতেমালার উত্তরে আবিষ্কৃত হয়েছে দুই হাজার বছরের পুরনো মায়ান শহর। লেজার পালস ব্যবহার করে এক হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছেন গবেষকরা। মেক্সিকোর ৩২ হাজার ৮০০ মাইল এলাকাজুড়ে দু-তিন হাজার বছরের পুরনো ওলমেক ও মায়া সভ্যতা খুঁজে পাওয়া গেছে। গুয়াতেমালার ঘন জঙ্গলে পাওয়া গেছে ৬১ হাজার স্থাপনা। এসবের মধ্যে আছে বাড়ি, রাস্তা, সামরিক স্থাপনা। এ ছাড়া ব্রাজিলের মাতো গ্রাসো অঞ্চলে ৮১ মাটির কাজসহ ২৪টি স্থাপনা এবং বলিভিয়ায় ৬০০ বছর আগের ২৬টি আদিবাসী স্থাপনা পাওয়া গেছে।
সূত্র : বিজনেস ইনসাইডার
captcha